• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

শাহরুখ খানের অনুকরণে জায়েদ খান  

প্রকাশিত: ১৯:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
শাহরুখ খানের অনুকরণে জায়েদ খান  

১০ বছর আগে ভারতীয় বিজ্ঞান কথাসাহিত্য সুপারহিরো চলচ্চিত্র রাওয়ান মুক্তি পায়। সেই ছবির একটি পরিচিত ও বহুল ব্যবহৃত পোস্টার ছিলো শাহরুখ কারিনাকে কোলে করে নিয়ে আসছেন। এটা রাওয়ান চলচ্চিত্রের আইকন পোস্টার হিসেবে স্থান করে নেয়। এখানে লাল শাড়ি পরিহিত কারিনা নিস্তেজ অবস্থায় শাহরুখ-এর কোলে পড়ে ছিলেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে জায়েদ খান একই রকম একটি স্থির ছবি প্রকাশ করেন নিজের ফেসবুকে। যেখানে জায়েদ খানকে দেখা যায় বিধ্বস্ত। কিন্তু অত্যন্ত সাহসী ভূমিকায়। এক করুণ পরিস্থিতির মুখোমুখি হয়ে কোলে করে নায়িকাকে নিয়ে আসছেন নায়ক জায়েদ। এখানে লাল শাড়ি পরিহিত নায়িকা স্নিগ্ধা নিস্তেজ অবস্থায় জায়েদ-এর কোলে পড়ে ছিলেন।

ছবিটি নেট মাধ্যমে আসতেই নেটিজেনরা শাহরুখ খান-এর রাওয়ান চলচ্চিত্রের আইকন পোস্টারের অনুকরণ বলে কানাঘুষা শুরু করেন।  

জায়েদ খানের এই ছবিটি যদিও খানিকটা ভিন্ন আবহ ও ভিন্ন গল্পের, মুক্তিযুদ্ধকেন্দ্রিক প্রেক্ষাপটে। এখানে জায়েদ খান একজন বীর মুক্তিযোদ্ধা।

 


 

বিভি/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2