• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

১২ বোতল পানি নিয়ে জেলে পৌঁছেছিলেন শাহরুখপুত্র, আছে মাত্র তিনটি

প্রকাশিত: ১১:২৫, ১৪ অক্টোবর ২০২১

আপডেট: ১৩:৪৯, ১৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
১২ বোতল পানি নিয়ে জেলে পৌঁছেছিলেন শাহরুখপুত্র, আছে মাত্র তিনটি

মাদককাণ্ডে জেলে রয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। বিলাসবহুল জীবনযাত্রা ছেড়ে আর্থার রোড জেলের কুঠুরিতে দিন কাটাতে বেশ বেগ পেতে হচ্ছে তাঁকে। সেখানে কীভাবে দিন কাটছে এই স্টারকিডের, তা নিয়ে আগ্রহের কমতি নেই নেটিজনদের।

জেল সূত্রে সেই খবর প্রকাশ করেছে বলিউড লাইফ, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্টান টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যম। সেসব প্রতিবেদন অনুসারে, জেল জীবনে শুধুই বিস্কুট খেয়ে দিন কাটাচ্ছেন শাহরুখপুত্র। শুধু তা-ই নয়, গোসলও করছেন না তিনি। 

জানা যায়,  জেলে ঠিক মতো খাওয়া-দাওয়া করছেন না আরিয়ান। জেল কর্মকর্তাদের তরফে বারবার অনুরোধ সত্ত্বেও জেলের খাবার মুখে তুলছেন না। শুধু জানিয়েছেন তার খিদে নেই। জেলের ক্যান্টিন থেকে কেনা পার্লেজি বিস্কুট খেয়েই রয়েছেন আরিয়ান। নিজের সংগে ১২টি পানির বোতল নিয়ে জেলে পৌঁছেছিলেন শাহরুখ-পুত্র। সেই পানির মধ্যে আর মাত্র তিন বোতল পানি আছে তাঁর কাছে। চারদিন ধরে জেলে গোসলও করেননি তিনি!

এদিকে একের পর এক জামিন আবেদন বাতিল হচ্ছে শাহরুখ পুত্রের। কবে নাগাদ তাঁর মুক্তি মিলবে তাও অনেকটা অনিশ্চিত। এরই মধ্যে আরও এক আইনজীবী নিয়োগ করেছেন শাহরুখ। 

 

বিভি/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2