কাশ্মীরে প্রেমে মেতে আছেন ইয়াশ-নুসরাত

সংগৃহীত ছবি
কাশ্মীরে পৌঁছেছেন কলকাতার আলোচিত নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান ও অভিনেতা ইয়াম দাশ গুপ্ত। শনিবার নিজেদের কাশ্মীর যাত্রার ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন এই প্রেমিক যুগল।
এর পর ইয়াশ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে লিখেছেন ‘oop’।
নুসরাতও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একই লোকেশনে দাঁড়িয়ে থাকা একটি ছবি শেয়ার করে শীতের আগাম বার্তা দিয়েছেন অনুরাগীদের।
জানা গেছে, শনিবার গন্দেরবালের তাপমাত্রা নেমেছিলো মাইনাস ১ ডিগ্রী সেলসিয়াসে। হাড় কাঁপানো এই ঠাণ্ডার মাঝেও প্রেমের রঙ ছড়াচ্ছেন ইয়াশ-নুসরাত।
‘চিনে বাদাম’ ছবির একটি গানের শ্যুটিং করতে কাশ্মীর উপত্যকায় গেছেন ইয়াশ। তবে স্বামীকে এক মূহূর্ত কাছছাড়া করতে রাজি নন নুসরাত। তাই তিনিও ইয়াশ-এর হাত ধরে দু-মাসের ছেলেকে নিয়ে কাশ্মীর পৌঁছেছেন। যদিও ছেলের ছবি প্রকাশ্যে আনেননি এই প্রেমিক যুগল।
বিভি/এএন
মন্তব্য করুন: