• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অপু বিশ্বাসসহ একঝাঁক তারার মেলায় বিউটি ও স্কিন কেয়ার উদ্বোধন

প্রকাশিত: ২২:৩৩, ১৩ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
অপু বিশ্বাসসহ একঝাঁক তারার মেলায় বিউটি ও স্কিন কেয়ার উদ্বোধন

বিউটি ও স্কিন কেয়ার সেবা নিয়ে জমকালো আয়োজনে যাত্রা শুরু করল পিয়া’স বিউটি এসেনশিয়ালসের ধানমণ্ডি ব্রাঞ্চ।

সম্প্রতি ধানমন্ডি ২৭ এ এক সন্ধ্যায় একঝাঁক তারকাদের অংশগ্রহণে নতুন শাখার যাত্রা শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিশ্বমানের এই বিউটি ও স্কিন কেয়ার সেন্টারটি।

এতে প্রধান অতিথি হিসেবে কেক কেটে সেন্টারটির উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। এছাড়াও তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন মেহের আফরোজ শাওন, নিপুণ, নাদিয়া, সোহানা সাবা, আঁখি আফরোজ, রিবা, বিপ্লব সাহা, মন্দিরা, বুলবুল টুম্পা, রিদিকা, জলি লিন্ডা, সারাকাসহ আরও অনেকে। 

পিয়া’স বিউটি এসেনশিয়ালস প্রসঙ্গে প্রতিষ্ঠানের কর্ণধার পিয়া জামান বলেন, ‘আমরাই একই ছাদের নিচে বিউটি কেয়ারের সব বাংলাদেশের বেস্ট সার্ভিস দিচ্ছি। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বনানীর পর ধানমণ্ডিতে নতুন শাখা খোলা হয়েছে, আশা করছি পিয়াস বিউটি এসেনশিয়ালস থেকে গ্রাহকরা এখন আরও বেশি মানসম্মত সার্ভিস পাবেন।

 

বিভি/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2