• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সেরা করদাতা হিসেবে সম্মাননা পেলেন বিদ্যা সিনহা মিম

প্রকাশিত: ১৯:৪১, ২৪ নভেম্বর ২০২১

আপডেট: ১৯:৫৭, ২৪ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
সেরা করদাতা হিসেবে সম্মাননা পেলেন বিদ্যা সিনহা মিম

সেরা করদাতা হওয়ার সুবাদে ট্যাক্স কার্ড ও বিশেষ সম্মাননা পেলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২০-২০২১ অর্থবছরের সেরা করদাতার তালিকা প্রকাশ করে গত ১৭ নভেম্বর। সেরা করদাতা অভিনয়শিল্পী ক্যাটাগরিতে মিম-এর নাম রয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে মিমসহ সেরা করদাতাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিসআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

জানা যায়, টানা দুইবার অভিনেত্রী হিসেবে সেরা করদাতা হয়েছেন এই অভিনেত্রী। 

সম্মননা পাওয়ার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিম জানিয়েছেন, এই পুরস্কার আবার পেয়ে আমি খুবই খুশি এবং কৃতজ্ঞ।

এই বছর ১৪১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। এরমধ্যে বিনোদন জগতের ছয়জন তারকা রয়েছেন। অভিনয় শিল্পী হিসেবে সেরা করদাতারা হয়েছেন- সুবর্ণা মুস্তাফা ও বাবুল আহমেদ; সংগীতশিল্পী শাখায় আছেন কুমার বিশ্বজিৎ, তাহসান রহমান খান ও এস ডি রুবেল।

বিভি/এইচকে/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2