• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

আরিয়ানকে পথ দেখাবেন হৃতিকের লাইফ কোচ

প্রকাশিত: ১৭:৫৯, ২৫ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
আরিয়ানকে পথ দেখাবেন হৃতিকের লাইফ কোচ

মুম্বাইয়ের মাদককাণ্ডে বম্বে হাইকোর্ট শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জামিন দিয়েছে। যদিও প্রতি সপ্তাহে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র অফিসে হাজিরা দিতে হচ্ছে আরিয়ানকে। এনসিবি অফিসে তাঁকে পাসপোর্টও জমা রাখতে হয়েছে।পরবর্তী শুনানি অবধি মুম্বাই ছাড়তে পারবেন না আরিয়ান। 

এনসিবি’র হাতে গ্রেফতার হয়ে প্রায় ২৬ দিন কারাবাসে ছিলেন আরিয়ান। শোনা যাচ্ছে এবার তাঁর কাউন্সেলিং করবেন জীবন প্রশিক্ষক (Life coach) আরফিন খান।

জীবনে কীভাবে বন্ধুর পরিস্থিতির মধ্যে ঠিকভাবে এগিয়ে যেতে হবে সেই পরামর্শই আরফিন দেবেন আরিয়ানকে। মুম্বাইয়ের যথেষ্ট পরিচিত জীবন প্রশিক্ষক আরফিন। যখন হৃতিক রোশন ও সুজান খান-এর ডিভোর্সের মামলা চলছিলো, তখনও হৃতিকের কাউন্সেলিং করেছিলেন আরফিন। 

আরিয়ান যখন জেলে ছিলেন এবং নিম্ন আদালত থেকে যখন বার বার তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হচ্ছিলো, তখনও আরিয়ানের সমর্থনে একটি পোস্ট করেছিলেন হৃতিক। 

বিভি/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2