• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশে চলছে লন্ডনের ‘টপ মডেল’ প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন

প্রকাশিত: ১৬:২৪, ১৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
বাংলাদেশে চলছে লন্ডনের ‘টপ মডেল’ প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন

মাকসুদা আক্তার প্রিয়তি, মিস আয়ারল্যান্ডখ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী। ২০২১ সালে প্রিয়তি যুক্তরাজ্যের ‘টপ মডেল’ প্রতিযোগিতার বিজয়ী। প্রিয়তির বদৌলতে এবার বাংলাদেশে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। ইতিমধ্যেই শুরু হয়েছে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া। রেজিষ্ট্রেশন লিংক: https://www.topmodelbangladesh.com/

জানা গেছে, নির্দিষ্ট ফি দিয়ে প্রতিযোগিতায় পাঁচ ক্যাটাগরীতে আবেদন করা যাবে। পুরুষ এডিটোরিয়াল (বয়স ১৮-২৯), পুরুষ কমার্শিয়াল (বয়স ৩০-৪২), নরী এডিটোরিয়াল (বয়স ১৪-১৯), নারী কমার্শিয়াল (বয়স ২০-২৯) এবং নারী ক্ল্যাসিক (বয়স ৩০-৪০)।

এই প্রতিযোগিতায় বিজয়ী চলতি বছর ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লন্ডনের মূল পর্বে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

লন্ডনে ২০০৭ সাল থেকে ‘টপ মডেল’ এর মাধ্যমে মডেল খোঁজা হয়।  বিশ্বের বিভিন্ন দেশ থেকে নামি নামি মডেলরা এই উৎসবে অংশ নেন। 

বিভি/এসআই/রিসি  

মন্তব্য করুন: