গোলাপি শাড়ি ও হাতে ফুল নিয়ে যে প্রতিবাদ জানালেন প্রভা

সাদিয়া জাহান প্রভা
গণমাধ্যমে বারবার আলোচিত নাম সাদিয়া জাহান প্রভা। বাংলা ছোট পর্দার এই অভিনেত্রী ভক্তদের কাছে এক জনপ্রিয় মুখ। তার প্রতি শ্যেন দৃষ্টি রাখেন সকল ভক্তগণ। তাই তো প্রভার ছোটখাটো কোনো বিষয়ই নজর এড়ায় না মিডিয়ার।
সম্প্রতি রাজধানীতে বাসে যৌন হয়রানির শিকার হওয়া এক কলেজছাত্রী বেশ আলোচিত হয়েছেন প্রতিবাদ করার কারণে। মায়ের সঙ্গে থাকা ওই ছাত্রীর এই প্রতিবাদের প্রশংসা করেছেন অনেকেই। এবার তার পাশে দাঁড়িয়ে কথা বলেছেন প্রভাও।
যদিও সরাসরি তিনি কিছু বলেননি। কিন্তু তিনি যে সেই কলেজছাত্রীর পক্ষে লড়েছেন এটা তার পোস্ট দেখে ভক্তদের বুঝতে আর বাকি নেই।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গোলাপি শাড়ি পরে হাতে ফুল নিয়ে একটা পোস্ট দিয়ে প্রভা লেখেন, এই পৃথিবীতে নারী হওয়া মোটেও সহজ নয়।
কোনো নারীর ডিভোর্স হলে বলা হয়, মেয়েটাই স্বামীকে ধরে রাখতে পারেনি।
ধর্ষণের শিকার হলে প্রশ্ন ওঠে, কী পোশাক পরেছিল?
কোনো নারী যদি ধন-সম্পদ অর্জন করে, তাহলে বলা হয় ‘পতিতা’!
ছেলে সন্তান জন্ম না হলে, তারই দোষ, গর্ভে কোনো ছেলে নাই!
বিধবা হলে, সে তার স্বামীকে মেরে ফেলেছে সম্পদের জন্য।
গার্হস্থ্য নির্যাতনের শিকার হলেও নারীর দিকে ওঠে অভিযোগের আঙুল।
সন্তান খারাপ কাজ করলে সব দোষ মায়ের কারণ, মা-ই সন্তানকে নষ্ট করেছে!
এ ছাড়াও প্রভা নারীর আরও নানান দিক নিয়ে কথা বলেন।
এতো শত লড়াই দেখে নারীদের প্রতি আরও সম্মান বাড়ানোর আহ্বান জানান তিনি। কেননা তিনিও বহু লড়াই সংগ্রামের পথ পাাড়ি দিয়ে এখনো শোবিজ অঙ্গনে নিজের দাপট দেখিয়ে যাচ্ছেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: