• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘ফাটাফাটি প্রেমে’ শখ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ১৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
‘ফাটাফাটি প্রেমে’ শখ

আনিকা কবির শখ

গত বছর বিয়ের পর আনিকা কবির শখের সংসারি হওয়ার খবর চাউর হয় মিডিয়ায়। এরপর থেকেই পর্দায় সেভাবে দেখাও যায়নি। দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন শখ। জানা গেছে, ‘ফাটাফাটি প্রেম’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন শখ। নাটকটি ঈদে প্রচারের কথা রয়েছে। 

শখ গণমাধ্যমকে বলেন, দর্শকরা আগের থেকে অনেকটাই আন্তরিক হয়েছে। এত সুন্দরভাবে আমাকে স্বাগত জানাবে ভাবতেই পারিনি। 

‘ফাটাফাটি প্রেম’ নাটকের বিষয়ে তিনি বলেন, দৌড়ঝাঁপ, অ্যাকশন ও সিরিয়াসে মিশেলেই ‘ফাটাফাটি প্রেম’। বিস্তারিত গল্পের জন্য দর্শককে অপেক্ষা করতে বলেন তিনি। 

২০১৫ সালে অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করলেও দু’বছর পর বিচ্ছেদ হয়। পরে ২০২০ সালে ব্যবসায়ী আতিকুর রহমান জনের সঙ্গে বিয়ে হয়। এরপরই শোবিজ থেকে অনেকটাই দূরে চলে যান শখ।

বিভি/এসআই/এইচএস

মন্তব্য করুন: