• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘আরআরআর’ একযোগে মুক্তি পেল ৮ হাজার হলে   

প্রকাশিত: ১৭:৪৬, ২৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
‘আরআরআর’ একযোগে মুক্তি পেল ৮ হাজার হলে   

বিশ্বের প্রায় আট হাজার সিনেমা হলে একযোগে মুক্তি পেল নির্মাতা এস এস রাজমৌলির বিগ বাজেটের সিনেমা “আরআরআর”। শুক্রবার (২৫ মার্চ) ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার বরাতে এই তথ্য জানা যায় । 


বলিউড হাঙ্গামা বলছে, শুধুমাত্র ভারতেই সিনেমাটি হিন্দি সংস্করনে ৩২০০ হাজার হলে মুক্তি পেয়েছে। এছাড়া সিনেমার হাইপ বিবেচনার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। 
 
সুত্র বলছে, ভারতের বাইরে ১৭৪০ টি সহ মোট আট হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। আর আইএমএএক্স স্ক্রিনে মুক্তি পারে ১০০ টির বেশি সিনেমায়। 

আরআরআর সিনেমায় রাম চরন, জুনিয়র এনটিআর, অজয় দেবগন এবং গাঙ্গুবাই খ্যাত আলিয়া ভাটকে দেখা যাবে। গুঞ্জন রটেছে, মুক্তির আগেই সিনেমার স্বত্ত্ব বিক্রি করে নাকি ৪০০ কোটি রুটি আয় করেছে সিনেমার নির্মাতা। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2