বাংলাভিশনে ‘মুক্তিযুদ্ধের গৌরবগাথা’

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর কথা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে বরেণ্য মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের গৌরবগাথা’ আজ প্রচারিত হবে বাংলাভিশনে।
শনিবার (২৬ মার্চ) এ অনুষ্ঠানের ৩য় ও শেষপর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. জেনারেল এম হারুন অর রশীদ বীর প্রতীক এবং নৌ কমান্ডো অনীল বরণ রায়।
মাহিদুল ইসলামের সঞ্চালনায় অতিথিরা এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময়ের এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন।
রফিকুল ইসলাম ফারুকীর প্রযোজনা সন্ধ্যা ৬টা ১০মিনিটে বাংলাভিশনে প্রচার হবে এই অনুষ্ঠানটি।
বিভি/এইচএস
মন্তব্য করুন: