৩ দিনেই ‘আরআরআর’এর ৫০০ কোটি

শুধু ভারতীয় ইতিহাসেই নয় তিন দিনের আয়ে হলিউডকে পর্যন্ত হার মানিয়েছে এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা ‘আরআরআর’।
মুক্তির প্রথম দিনেই ২৫০ কোটি আয়ে করে সিনেমাটি। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ও তৃতীয় দিনেও বক্স অফিস শাসন করছে সিনেমাটি।
বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এস এস রাজামৌলি ভারতীয় সিনেমায় জৌলুস ফিরে এনেছেন। আরআরআর তৃতীয় দিনে বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকা আয় করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলছে, হলিউডের সিনেমা ‘দ্য ব্যাটম্যান’ তিন দিনে আয় করেছিলো ৪৫ দশমিক ৫ মিলিয়ন, ‘দ্য লস্ট সিটি’ আয় করেছিল ৩৫ মিলিয়ন, কিন্তু আরআরআর তিন দিনে আয় করেছে ৬০ মিলিয়ন ডলার।
বিশ্লেষকরা বলছেন, চলতি সপ্তাহ শেষে সিনেমাটির আয় ১০০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
বিভি/এসআই
মন্তব্য করুন: