• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পেটের বাচ্চার চিন্তায় অস্থির পরীমনি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ১ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
পেটের বাচ্চার চিন্তায় অস্থির পরীমনি

পরীমনি

পরীমনির অনাগত সন্তানের বয়স ১৮ সপ্তাহ পার হয়েছে। প্রায়ই বমি হওয়ার কারণে বেশ কিছুদিন থেকে শরীরটা দুর্বল ছিলো পরীমনির। গত ২৭ মার্চ সকালে বাসায় মাথা ঘুরে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তবে অনাগত সন্তানের কোনো ক্ষতি হয়েছে কিনা তানিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন খোদ নায়িকা। 

এবিষয়ে পরীমনি বলেন, ‘ মাথা ঘুরে পড়ে যাওয়াতে পেটের একপাশে বেশি লেগেছিল। বাচ্চার কোনো ক্ষতি হলো কি না, আমি চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। অনেকগুলো পরীক্ষা করার পর ডাক্তার বলেন, সমস্যা হয়নি।’

হাসপাতাল টানা পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে বাসায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমনি। এ তথ্য নিশ্চিত করে পরীমনি বলেন, ‘হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর গতকাল বিকালে বাসায় এসেছি। এখনো শরীর পুরোপুরি সুস্থ না, বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় অনেকটাই ভালো আছি।’

ডাক্তারের বরাত দিয়ে তিনি বলেন, ‘ঠিকঠাকমতো ওষুধ খেতে বলেছেন ডাক্তার। কিন্তু সমস্যা হলো, ওষুধ খেলেই বমি হচ্ছে। স্বাভাবিকভাবে এখনো শারীরিকভাবে দুর্বল। তা ছাড়া পরীমনির শরীরে হিমোগ্লোবিন ও ভিটামিন ডি কমে গিয়েছিলো। 

গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন পরীমনি। কিছুদিন আগে বিয়ে ও মা হওয়ার খবর জানান নায়িকা নিজেই।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2