• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ভোটাধিকার ফেরত পেলেন শিল্পী সমিতির ১০৩ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৯, ৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ভোটাধিকার ফেরত পেলেন শিল্পী সমিতির ১০৩ জন

কাঞ্চন-নিপুণ পরিষদ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্য পদ হারানো ১৮৪ জনের মধ্যে ১০৩ জনের সদস্যপদ ফিরিয়ে দিয়েছেন। এখন সহযোগী সদস্য হিসেবে থাকা ওই ১০৩ জন সদস্য ভোটাধিকারসহ সমিতির অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন।

বুধবার শিল্পী সমিতির কার্যকরী পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক। 

সাইমন বলেন, আজ আমাদের শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সাইমন আরও বলেন, আপনারা জানেন সাবেক কমিটি ১৮৪ জনের ভোটাধিকার বাতিল করে। এই ১৮৪ জনের মধ্যে ২০ জন মারা গেছেন, বাকি সদস্যদের খোঁজ-খবর এখনো পাওয়া যায়নি। পদ হারানোদের পদ ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই। সেই আদেশের বলেই বুধবার শিল্পী সমিতির সদস্যদের তালিকায় যুক্ত হলেন পদ হারানো ১০৩ জন।

এদিকে শিল্পীরা ভোটাধিকার ফেরত পাওয়ার খবরে আনন্দে ভাসছেন। ভোটাধিকার ফেরত পাওয়ার খবরে তারা বলেন, ‘এটা আমাদের জন্য অনেক আনন্দের খবর। এর মাধ্যমে প্রমাণ হলো আমাদেরকে সহযোগী সদস্য করা জায়েদ খানের ভুল সিদ্ধান্ত। সে অন্যায়ভাবে আমাদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। আজ কাঞ্চন-নিপুণ এসে যা করলো তা ইতিহাস হয়ে থাকবে। তাদের প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো।’

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2