• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যে কারণে লাপাত্তা ছিলেন আরিফিন শুভ (ভিডিও)

প্রকাশিত: ১৭:৪৬, ১২ এপ্রিল ২০২২

আপডেট: ১৬:৩৪, ২ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
যে কারণে লাপাত্তা ছিলেন আরিফিন শুভ (ভিডিও)

ছবি: ফেসবুক লাইভ থেকে নেওয়া

হঠাৎই দিন দশেক থেকে লাপাত্তা চিত্রনায়ক আরেফিন শুভ। মুঠোফোন নাম্বার বন্ধ, যোগাযোগ নেই হোয়াটসঅ্যাপেও।
ঘটনা কি? নিজেই তার লাপাত্তার কারন জানালেন এই চিত্রনায়ক। সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় তিনি জানান, বঙ্গবন্ধুর বায়োপিকে গভীর মনোনিবেশ করার কারনে মানসিকভাবে একটু অস্থির ছিলাম। এছাড়া মায়ের সার্জারি সব মিলিয়ে িএকটু বের হতে চাচ্ছিলাম সব দিকে থেকে। নিজেকে একটু একান্তে সময় দিতে। 

শুভ বলেন, কিছু নিয়ম কানুনে আসলে আবদ্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন ছিল সবার কারনে। বিপাসনা মেডিটেশনের ব্যাপারে আগে থেকেই জানতাম, আমার অনেক বন্ধুও এইটা করেছে। ১০ দিনের একটি কোর্স, যেখানে আবেদন করে দশ দিন থাকতে হয়। এখানে থাকা অবস্থায় ঔই দশ দিন কারো সাথে কথা বলা নিষেধ, এমনকি ইশারাতেও নয়। শুধুমাত্র শিক্ষকদের সাথে যোগাযোগ করা যাবে। 

ফেসবুক লাইভে তিনি নেপালের বিপাসনা মেডিটেশন সেন্টার ঘুরে ঘুরে দেখান। বলা হয়ে থাকে, এটি ভারতের সবচেয়ে প্রাচীন ধ্যান-কৌশলগুলোর একটি। বেশি সময় আগে দীর্ঘায়ু লাভের পন্থা হিসেবে এই ধ্যানের আবির্ভাব।

 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2