• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ঈদে মুক্তিপাচ্ছে সালমা-সাইফুদ্দিন মিউজিক ভিডিও ‘নাছোড়বান্দা মন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪, ২০ এপ্রিল ২০২২

আপডেট: ২১:৫২, ২০ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ঈদে মুক্তিপাচ্ছে সালমা-সাইফুদ্দিন মিউজিক ভিডিও ‘নাছোড়বান্দা মন’

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে জনপ্রিয় কন্ঠশিল্পী ও ক্লোজআপ ওয়ানখ্যাত সালমা আক্তার এবং সাইফুদ্দিনের নতুন ডুয়েট গান। রোমান্টিক ঘরানার এ গানটির কথা লিখেছেন স্বনামধন্য গীতিকবি প্রদীপ সাহা আর এর সুর করেছেন অভি আকাশ।

গানটি রেকডিং হয়েছে লং প্লে স্টুডিওতে। আর গানের শিরোনাম ‘নাছোড়বান্দা মন’। 

নাছোড়বান্দা মন এর মিউজিক করেছেন মুশফিক লিটু। খুব সম্প্রতি মুক্তি পাবে গানটির বিগ বাজেট মিউজিক ভিডিওটি।

বিভি/এসএম/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2