ঈদে আসছে ত্রিভূজ প্রেমের নাটক “ব্রেকআপ-ইন”

জারা ও ঋদ্ধ’র প্রায় তিনবছরের প্রেমের সমাপ্তি ঘটতে যাচ্ছে আজ। এ কারণে তারা ঋদ্ধ’র বাসার ছাদে পার্টির আয়োজন করেছে। বেশ কয়েকজন বন্ধু-বান্ধবীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে জারার সবচেয়ে কাছের বান্ধবী সারাও আছে। কোনো লুকাছাপা না করে সবাইকে জানিয়েই তারা সম্পর্কটার সমাপ্তি টানতে চায়। ভবিষ্যতে কখনও কোথাও কারো সামনে দেখা হলে যেন কেউ বিব্রত বোধ না করে কিংবা তাদের মাঝে কথা বলা বন্ধ না হয়। প্রেম নেই তো কি হয়েছে? তাই বলে দেখা হলে কথা হবে না, তা কেন? অর্থাৎ সুন্দর একটা সমাপ্তি টানতেই তারা এই পার্টির আয়োজন করেছে।
ঋদ্ধ’র বাবা-মা বেঁচে নেই। বড় ভাই হৃদয় আর ভাবী তিথিই তার বাবা-মা। বাবা-মা হারা ভাইটাকে হৃদয় তেমন একটা শাসন-বারণ করে না। নিজের সন্তানের মতই বড় করেছে। সেই ঋদ্ধ কী না আজ বাড়ির ছাদে রীতিমত পার্টি থ্রো করে প্রেমের ব্রেকআপ করবে। বিষয়টা হৃদয় ও তিথি কেন জানি হজম করতে পারছে না। তারাও প্রেম করে বিয়ে করেছে কিন্তু এরকম বেহায়াপনা জীবনেও দেখেনি। এক কোন্ যুগ এলোরে বাবা!
সকলের সামনে জারা ও ঋদ্ধ রীতিমত কেক কেটে, নেচে-গেয়ে প্রেমের সমাপ্তি ঘোষণা করে। ভাই-ভাবী ভেবেছিলো প্রেমের সমাপ্তি যতই ঢাক-ঢোল পিটিয়ে হোক না কেন, বিষয়টা তো হৃদয়ঘটিত। নিশ্চয়ই ঋদ্ধ’র এখন কয়েকটা দিন মন খারাব থাকবে। ও মা! কিসের কী! পরের দিনেই সারা নামে যে মেয়েটা পার্টিতে এসেছিলো সে এসে হাজির। আর কী রকম ঠোঁটকাটা মেয়ে, এসেই ঋদ্ধ’র ভাবী মানে তিথিকে জানিয়ে দেয় যে, এখন থেকে না কী সারাই ঋদ্ধের প্রেমিকা। আর সেদিন থেকেই ঋদ্ধের সাথে সারাকে দেখা যায়। অর্থাৎ এখন ঋদ্ধের সাথে সারার প্রেম চলছে। তারপর কী হয়? জানা যাবে নাটকের শেষে।
ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাভিশনের বিশেষ আয়োজনে থাকছে নাটক “ব্রেকআপ-ইন”। লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। নাটকটিতে অভিনয় করেছেন আরোশ, তানিয়া বৃষ্টিসহ আরো অনেকে। নাটকটি ঈদের ৭ম দিন রাত ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।
বিভি/এসআই
মন্তব্য করুন: