ঈদে আসছে মোশাররফ করিমের ‘পাসপোর্ট’

বাংলাভিশনের সাত দিনের বিশেষ ঈদ আয়োজনে থাকছে মোরাররফ করিম অভিনীত নাটক ‘পাসপোর্ট’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শামীম জামান।
পাসপোর্ট নাটকে দেখা যায়, মোশাররফ করিম দেশের বাইরে বেড়াতে যায়। ঘটনাক্রমে তিনি সেখানে তার পাসপোর্ট হারিয়ে ফেলে। তার এই পাসপোর্ট হারানোকে কেন্দ্র করে ঘটতে থাকে মজার ঘটনা। কিন্তু পাসপোর্ট ফিরে পেতে সব রকম চেষ্টা চালিয়ে যান মোশাররফ করিম।
ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন মোশাররফ করিম পৌছে যায় এক নিষিদ্ধ পল্পীতে। সেখানে তিনি তার বোনকে দেখতে পান। তারপর কী হয়? জানা যাবে নাটকের শেষে। নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, জুই করিম, শামীম জামান, সবুজ, লাবনীসহ আরো অনেকে।
বাংলাভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের ৫ম দিন রাত ০৭টা ৪৫মিনিটে নাটকটি প্রচারিত হবে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: