ঈদে ‘পরিণাম’ নিয়ে আসছেন তৌসিফ

তৌসিফ ও কেয়া পায়েল অভিনিত নাটক ‘পরিণাম’। নাটকে বিশেষ ক্ষমতার অধিকারী তৌসিফ। ক্ষমতার দাপটে বিভিন্ন কারনে-অকারনে অনেককে মারধর করেন, নিয়ন্ত্রণ সব কিছু।
কিন্তু এখন তার শারীরিক অবস্থা ভালো না। বিশেষ করে পায়ের চিকিৎসা চলছে। নিয়মিত ডাক্তার দেখিয়েও কাজ হচ্ছে না। এখন তার মনে সন্দেহ তাকে নিয়ে কোন ষড়যন্ত্র হচ্ছে নাতো! নাকি এর মধ্যে অন্যকোন বিষয় আছে, জানা যাবে নাটকের শেষে।
রচনা ও পরিচালনা: সাজিন বাবু‘র রচনা ও পরিচালনা ‘পরিনাম’ নাটকটি বাংলাভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের ৬ষ্ঠ দিন রাত ১০টা ৪৫মিনিটে প্রচারিত হবে।
বিভি/এসআই
মন্তব্য করুন: