মাঠ রক্ষা আন্দোলনের পক্ষে গান গাইবেন আসিফ

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার দাবিতে আন্দোলনে সক্রিয় থাকার দায়ে রবিবার দুপুরে ওই এলাকার বাসিন্দা সৈয়দা রত্না ও তাঁর কলেজপড়ুয়া ছেলেকে আটক করে পুলিশ। দিনভর আটকে রাখার পর বিভিন্ন মাধ্যমে প্রতিবাদের মুখে রাত ২টার দিকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় কলাবাগান থানা পুলিশ।
মাঠ রক্ষার দাবি করায় মা ছেলেকে জেলে নেওয়ার ঘটনায় এখন সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে পুলিশ। এরইমধ্যে মাঠ রক্ষার দাবি করতে গিয়ে জেলে যাওয়া নিয়ে গান করার ঘোষণা দিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।
নিজের ফেসবুক প্রোফাইলে গানটির লিরিক্স শেয়ার করে আসিফ জানিয়েছেন ‘আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ চাই’ শিরোনামে গানটি আসছে খুব শিগগিরই। আসিফ আরও জানান, গানটির কথা ও সুর করেছে কবির সুমন, সঙ্গীত উজ্জ্বল সিনহা এবং কণ্ঠ দিবেন আসিফ আকবর নিজেই।
কণ্ঠশিল্পী আসিফ আকবরের প্রোফাইলে শেয়ার করা গানের লিরিক্সটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ চাই…
ছবিটা বাংলাদেশের…
সুমনের গান…
কোথায় যাবে খেলতে
দুটি ডানা মেলতে
কোথায় যাবে উড়তে
হাতপা একটু ছুঁড়তে।
খেলার মাঠে বাড়ি
খেলার সঙ্গে আড়ি।
রিয়েল এস্টেট এলো
শোবার ঘরে খেলো
ট্যাবের সঙ্গে খেলা
এই তো ছেলেবেলা।
খেলার মাঠে বাড়ি
খেলার সঙ্গে আড়ি।
উড়ছে ঘুঁড়ি দূরে
নীল আকাশের সুরে
ডাকছে আকাশ শোনো
শুনছে না একজনও।
খেলার জায়গা নেই
ঘুঁড়িটা উড়বেই
তারই তালে তাল মিলিয়ে
আকাশটা ডাকবেই।
উল্লেখ্য, পান্থপথের স্কয়ার হাসপাতালের উল্টো দিকের খোলা জায়গাটি তেঁতুলতলা মাঠ হিসেবে পরিচিত। সেখানে স্থানীয় শিশুরা খেলাধুলা করে। পাশাপাশি মাঠটিতে ঈদের নামাজ, জানাজাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়। এই মাঠে কলাবাগান থানার স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এর প্রতিবাদ করছেন স্থানীয় লোকজন।
মাঠটি রক্ষার দাবিতে এলাকাবাসী গত ৪ ফেব্রুয়ারি পান্থপথের কনকর্ড টাওয়ারের সামনে মানববন্ধন করেন। ‘কলাবাগান এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত ওই কর্মসূচিতে স্থানীয় শিশু-কিশোর ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। ওই মানববন্ধনের সংগঠকদের অন্যতম ছিলেন সৈয়দা রত্না। এই অপরাধে রবিবার দুপুরে সৈয়দা রত্না ও তাঁর ছেলেকে আটক করে পুলিশ। যদিও তীব্র সমালোচনার মুখে গভীর রাতে তাদের ছেড়ে দিতেও বাধ্য হয় কলাবাগান থানা।
বিভি/কেএস
মন্তব্য করুন: