• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

`আগামীকাল` ছবির প্রচারণায় কেন নেই মম?

প্রকাশিত: ২২:১০, ৩ জুন ২০২২

আপডেট: ১৫:০৯, ৪ জুন ২০২২

ফন্ট সাইজ
`আগামীকাল` ছবির প্রচারণায় কেন নেই মম?

কিছুটা অপেক্ষার পর মুক্তি পেয়েছে ইমন, মম ও সূচনা আজাদ অভিনীত সিনেমা 'আগামীকাল'। শুক্রবার (৩ জুন) দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। ছবির প্রচরণায় সবাই উপস্থিত থাকলেও, নেই নায়িকা জাকিয়া বারী মম। 

ছবির প্রচরণায় কেন নেই মম এমন প্রশ্নের জবাবে পরিচালক অঞ্জন আইচ বাংলাভিশনকে বলেন, আমি মমকে থাকতে বলেছি। কিন্তু কেন সে নেই এটা আমারও অজানা। সে না থাকায় আমার বা ছবির কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে মম'র নিজেরই। 

মম না থাকা নিয়ে ইমন বলেন,  সে হয়তো ব্যক্তিগত কারণে প্রচারণায় আসতে পেরেনি। তবে মম আছে, সিনেমা হলে গেলেই দর্শক মমকে পর্দায় দেখতে পাবেন। 

এই ব্যাপারে অভিনেত্রী মমর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কোনো কথা বলতে আগ্রহী না।’ 

উল্লেখ্য, ছবির প্রচারের শুরু থেকেই মমর অনুপস্থিতি লক্ষ্য করা যায়। 'আগামীকাল' ছবিটিতে ইমন, মম,সূচনা আজাদ ছাড়া আরও অভিনয় করেছেন, টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।  

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2