• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কোক স্টুডিওর কনসার্ট স্থগিত

প্রকাশিত: ১৯:২৬, ৯ জুন ২০২২

ফন্ট সাইজ
কোক স্টুডিওর কনসার্ট স্থগিত

চলতি বছরে দেশের সবচেয়ে বড় ও তারকা সমৃদ্ধ কনসার্ট বলা হচ্ছিল কোস স্টুডিও কনসার্টকে। কয়েকবার তারিখ পেছানোর মুখে শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল সেটি। বৈরী আবহাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বৃহস্পতিবার (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

এই কনসার্টে গাওয়ার কথা ছিল নগরবাউল জেমস, ওয়ারফেজ, নেমেসিস, লালন সহ কোক স্টুডি বাংলার অর্ণব, রিপন, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান, মমতাজ, ঋতুরাজ ও নন্দিতার।

এর আগে আয়োজক-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রে ঢাকার ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন জানিয়েছিলেন, মাঠে জমে যাওয়া পানি নিষ্কাশন থেকে শুরু করে ভেন্যু ঠিক করতে আমাদের চার ঘণ্টার মতো সময় লাগবে। কনসার্টের গেট ১টা ৩০ মিনিটে খোলার কথা থাকলেও বিকেল ৫টায় গেট খোলা হবে এবং কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭টায়। তবে কনসার্ট স্থগিত হয়ে গেল শেষ পর্যন্ত।

বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে আয়োজিত এ কনসার্টে দর্শক-শ্রোতারা বিশ্বকাপ ফুটবলের ট্রফির সঙ্গে ছবি তুলতে পারতেন। নতুন করে কনসার্টটি হবে কি-না এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

বিভি/এনএ

মন্তব্য করুন: