• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অবশেষে শুরু হতে যাচ্ছে কোক স্টুডিও কনসার্ট

প্রকাশিত: ২০:৩০, ৯ জুন ২০২২

আপডেট: ২০:৪২, ৯ জুন ২০২২

ফন্ট সাইজ
অবশেষে শুরু হতে যাচ্ছে কোক স্টুডিও কনসার্ট

অবশেষে শুরু হতে যাচ্ছে কোক স্টুডিও কনসার্ট। রাত ৮টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে। ইতোমধ্যে কনসার্ট শুরুর জন্য মাঠের প্রস্তুতি শেষ করে উপস্থাপক মঞ্চে উঠেছেন।

আজ বিকাল ৪টা থেকে ‘কোক স্টুডিও বাংলা’ শিরোনামে কনসার্টটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, কনসার্ট শুরু হওয়ার কথা ছিল রাত আটটায়।

আজকের কনসার্টের মূল আকর্ষণ ব্যান্ড তারকা জেমস। এ ছাড়া মমতাজ, ব্যান্ড তারকা মিজান, শায়ান চৌধুরী অর্ণব, পান্থ কানাই প্রমুখের অংশ নেওয়ার কথা। ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট। এ কনসার্টে গিয়ে ফিফা বিশ্বকাপের ট্রফিও দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হওয়া কোক স্টুডিও বাংলার জনপ্রিয় বাংলা গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ করে সাড়া ফেলেছে। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে কোক স্টুডিও বাংলার পাঁচটি গান—‘নাসেক নাসেক’, ‘প্রার্থনা’, ‘বুলবুলি’, ‘ভবের পাগল’ ও ‘চিলতে রোদ’।

নতুন সংগীতায়োজনে জনপ্রিয় বাংলা গানগুলো প্রকাশ করে এরই মধ্যে সাড়া ফেলেছে অনলাইন প্ল্যাটফর্মটি। কোক স্টুডিও বাংলার গান দিয়েই নতুন করে পরিচিতি পেয়েছেন অনেকে। ইতোমধ্যে অনিমেষ রায় আর রিপনের মতো প্রতিভাবান শিল্পী উঠে এসেছেন এ প্ল্যাটফর্মের হাত ধরে।  এত দিন স্টুডিওর ভেতরে ধারণ করা হয়েছে প্রতিটি গান। এবার গান নিয়ে শিল্পীরা আসছেন স্টুডিওর বাইরে, খোলা মাঠে।

বৃহস্পতিবার কনসার্টটির আয়োজন করেছে কোকাকোলা বাংলাদেশ।

মন্তব্য করুন: