• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বানভাসি মানুষদের জন্য ‘কুঁড়েঘর’র তাশরীফের সংগ্রহ দেড় কোটি টাকা!

প্রকাশিত: ২১:৩৯, ২৩ জুন ২০২২

আপডেট: ২১:৫৪, ২৩ জুন ২০২২

ফন্ট সাইজ
বানভাসি মানুষদের জন্য ‘কুঁড়েঘর’র তাশরীফের সংগ্রহ দেড় কোটি টাকা!

সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষদের সহায়তায় এগিয়ে এসেছেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের তরুণ শিল্পী তাশরীফ খান। ফেসবুক লাইভে এসে ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য সাহায্যের আবেদন জানান তিনি।  তার এই আহ্বানে বন্যার্তদের তহবীল ফান্ডে এখন পর্যন্ত প্রায় দেড় কোটি টাকার বেশি জমা পড়েছে বলে জানা গেছে।

সপ্তাহে নিজেই সিলেটে পৌঁছে সার্বিক পরিস্থিতি দেখে প্রথমবার নিজের অফিশিয়াল ফেসবুক থেকে লাইভ করে দেশ-বিদেশের মানুষের কাছে অর্থ সহায়তার আহ্বান করেন। প্রথম লাইভে খুব কম সময়ের মধ্যে বিভিন্ন মাধ্যমে মানুষের কাছ থেকে ১৬ লাখ টাকা অর্থ সহায়তা পান।

এই তরুণ শিল্পী সিলেটের স্থানীয় তরুণদের সঙ্গে নিয়ে বিভিন্ন অঞ্চলের বানভাসি মানুষের কাছে খাবার পৌঁছে দেন। মানুষের পাঠানো টাকা স্বচ্ছতার সাথে লাইভে এসে সমস্ত বিবরণও দিতে দেখা যায় এই তরুণকে। বানভাসি মানুষের জন্য তরুণ শিল্পীর এমন উদ্যোগ প্রশংসিত হয় সর্বস্তরে।

গত ১৯ জুন আরও একটি লাইভে এসে দ্বিতীয়বারের মতো বানভাসি মানুষের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন তাশরীফ। এবার ঘটে আরও অভাবনীয় ঘটনা। তরুণ গায়কের এমন প্রচেষ্টায় সাড়া দেয় আরও বেশি সংখ্যক মানুষ। ২৪ ঘণ্টার মধ্যে এবার তাশরীফের ফান্ড তহবীলে জমা পড়ে কোটি টাকার বেশি!

এ বিষয়ে বুধবার রাতে তাশরীফ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘কিছুটা সস্তির সাথে জানাচ্ছি দ্বিতীয় বার ফান্ড কালেকশন শুরু করার পর প্রথম ২৪ঘন্টায় আমরা ১ কোটি টাকার বেশি সংগ্রহ করেছি। এখন পর্যন্ত খুব সম্ভবত ১কোটি ২০ লাখ টাকার বেশি এসেছে এবং আসছে বাকিটা কাল (বৃহস্পতিবার) হিসেব করে জানাব।’

‘গত কয়েকদিনে আমরা ৩ হাজারের বেশি পরিবারের কাছে খাবার পৌঁছে দিয়েছি এবং আরও দিচ্ছি প্রতিদিন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেসব জায়গায় একেবারেই খাবার যাচ্ছে না সেসব জায়গাগুলোতে পৌঁছাবার।’

তাশরীফ আরও বলেন, ‘একটা ব্যাপারে সবাইকে আস্বস্ত করতে চাই, এখন থেকে যে এলাকায়ই যাব সে এলাকার কোন মানুষের আর না খেয়ে থাকা লাগবে না। এইটুকু জিনিস নিশ্চিত করার জন্যেই বার বার করে সবাইকে সাহায্যের জন্য হাত বাড়াচ্ছি।’

নিজের গান দিয়ে দুই বাংলাতেই অত্যন্ত জনপ্রিয় তাশরিফ খান। তাঁর একাধিক গান দাগ কেটে গিয়েছে সাধারণ মানুষের মনে।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2