• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

শুটিংয়ে পরিচালকের মারধরের শিকার হয়েছেন রণবীর কাপুর

প্রকাশিত: ১৪:২৭, ৫ জুলাই ২০২২

আপডেট: ১৭:৫৭, ৫ জুলাই ২০২২

ফন্ট সাইজ
শুটিংয়ে পরিচালকের মারধরের শিকার হয়েছেন রণবীর কাপুর

যার হাত ধরে সিনেমায় এসেছেন সেই পরিচালকের বিপক্ষে বিস্ফোরক মন্তব্য করলেন রণবীর কাপুর। সঞ্জয়লীলা বানসালির ‘সাঁওয়ারিয়া’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন রণবীর। কিন্তু এরপর তাদের আর সেভাবে একসাথে কাজ করতে দেখা যায়নি। এর কারণ জানাতে গিয়ে এবার বোমা ফাটালেন রণবীর।

রণবীর বলেন, শুটিংয়ে বানসালীর মারধরের শিকার হয়েছেন তিনি।  তার ওপর চলতো ‘অত্যাচার’। ‘সাঁওয়ারিয়া’ ছবির সেটে প্রায় লাঠি হাতে দাপিয়ে বেড়াতেন পরিচালক বানসালী। আমি সেটে হাঁটু গেড়ে বসেছিলাম, তিনি আমাকে মারছিলেন। সেটা এমনই অসহ্য হয়ে যাচ্ছিল একটা সময়ের পর যে, আমার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছিল না। অভিনয়ের জগতে আসার ১০-১১ মাসের মধ্যেই আমি পালিয়ে বাঁচতে চেয়েছিলাম। কারণ আমি যে খুব সংবেদনশীল, আবেগপ্রবণ, সেটা বুঝতে পেরেছিলেন পরিচালক। সেই মোক্ষম জায়গায় আঘাত হানতেন তিনি।’

অবশ্য বানসালির সেই চাপ থেকেই অভিনয়টা ভালো করে শিখেছিলেন, স্বীকার করেন রণবীর। সঞ্জয়লীলা বানসালি যে তাকে কত কী যে শিখিয়েছেন, সেসব এখন বোঝেন অভিনেতা। রণবীরের কথায়, ‘তিনি যথার্থ শিক্ষক।’

বিভি/জোহা

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2