• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মুখের ভেতর অনেকগুলো সেলাই লাগলো পড়শীর

প্রকাশিত: ১৭:৪৯, ৭ জুলাই ২০২২

আপডেট: ১৮:১৪, ৭ জুলাই ২০২২

ফন্ট সাইজ
মুখের ভেতর অনেকগুলো সেলাই লাগলো পড়শীর

ক্ষুদে গানরাজ থেকে সঙ্গীত জগতে নিজের অবস্থান বেশ শক্ত করেছেন সাবরিনা পড়শী। তবে সম্প্রতি তিনি বড্ড অসুস্থ। অস্ত্রোপচার করা হয়েছে তার মুখে। হাসপাতাল থেকে সফল অপারেশন শেষে বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন জনপ্রিয় এই গায়িকা।

আরও পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে পড়শীর মা জানান, গত ২৯ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডা. মো. তাহসিন আহমেদ এবং ডা. প্রফেসর আবুল হান্নানের অধীনে পড়শীর মুখে অস্ত্রোপচার হয়েছে। এখন সুস্থ আছেন এবং বাড়িতে বিশ্রামে আছেন।

আরও পড়ুন:

পড়শীর মায়ের বক্তব্য মতে, ডেন্টিজিরাস সিস্ট রোগে ভুগছিলেন তার মেয়ে। তাই তার মুখে একটি মেজর অপারেশন ছিল। তিন ঘণ্টার অপারেশনে মুখের ভেতরে অনেকগুলো সেলাই করা হয়েছে। 

পড়শীর বর্তমান অবস্থা সম্পর্কে তার মা জানান, খুব ধীরে ধীরে কথা বলতে হচ্ছে। সবাই পড়শীর জন্য দোয়া করবেন। যাতে দ্রুত সুস্থ হয়ে পড়শী আবারও কাজে ফিরতে পারে।

আরও পড়ুন:

বিভি/এজেড

মন্তব্য করুন: