• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

একটি নির্জন বাড়ি ও তিনজন মানুষের সম্পর্কের গল্প ‘জহরে কহরে’

প্রকাশিত: ১৮:৪৯, ১৩ জুলাই ২০২২

আপডেট: ১৯:০২, ১৩ জুলাই ২০২২

ফন্ট সাইজ
একটি নির্জন বাড়ি ও তিনজন মানুষের সম্পর্কের গল্প ‘জহরে কহরে’

আলফা-আই এর ব্যানারে নির্মিত ‘গল্পকল্পদ্রুম’ সিরিজের একটি অন্যতম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জহরে কহরে’। সাইকো থ্রিলার ধর্মী এই ফিল্মে অভিনয় করেছেন আশিস খন্দকার, মৌসুমি মৌ, সৈয়দা তাসমিম পুঁথি ও মোহাম্মদ সালমান। আর এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা  রাকায়েত রাব্বি। 

‘জহরে কহরে’ চলচ্চিত্রটিতে দেখা যাবে একটি নির্জন বাড়ি ও তিনজন মানুষের সম্পর্কের গল্প। ছবিটি নিয়ে অভিনেতা আশিষ খন্দকার বলেন, 'দরজায় কড়া নাড়া গল্প দেখে-শুনে আমরা অভ্যস্ত। কিন্তু আমাদের চেনা জানার বাইরেও একটা জগত আছে, দেখা শোনার বিপরীতে চলা ফেরা যেটা আমার পছন্দ। 'জহরে কহরে' আমার কাছে ঠিক তেমনি একটা গল্প মনে হয়েছে। এই গল্পে আমার চরিত্রের নাম মির্জা গালিব। এক কথায় বলতে গেলে "জহরে কহরে"  টেকসই মির্জা গালিবের টুপি। এর আলাদা একটা সুগন্ধ আছে, আশাকরি যা দর্শকের ভালো লাগবে।'

মৌসুমি মৌ বলে, ‘জহরে কহরে করতে গিয়ে ভিন্ন স্বাদ পেয়েছি। আমি এমনিতেই খুব কম কাজ কারি। গল্পটা সাইকোলজিক্যাল থ্রিলার। আমার বেশ ভালো লেগেছে স্ক্রিপ্ট পড়ে। আর এ ধরণের কাজ আমার আগে কখনও করা হয়নি। তাই ভাবলাম একটু চেষ্টা করে দেখি কতটুকু করতে পারি। কাজটি করার আরেকটি বড় কারণ রাকায়েত রাব্বি এই কন্টেন্টের নির্মাতা। আমি নিজেও একজন তরুণ তাই অন্য তরুণদের কাজের প্রতি প্যাশনেট ব্যাপারটা আমার ভালো লাগে। রাব্বি তার পুরো টিম নিয়ে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে। আমি বেশ আনন্দ নিয়ে কাজ করেছি।’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সম্পর্কে পরিচালক রাকায়েত রাব্বি বলেন, ‘আমরা যে সময়টায় দাঁড়িয়ে আছি সেই সময় মানুষের অপরাধ প্রবণতা বেড়েই চলছে ! ইচ্ছে হলেই স্বামী স্ত্রীকে খুন করছে, স্ত্রী স্বামীকে খুন করছে ! কেউ আবার প্রতিশোধ পরায়ণ হয়ে খুন করছে। কেউ বিচার চাচ্ছে কিন্তু বিচার পাচ্ছে না, কেউ আবার প্রতিশোধ নেওয়ার ট্রাই করছে। কিন্তু যার বিচার চাওয়ার বা প্রতিশোধ নেওয়ার কেউ নেই তার কী হচ্ছে? আমাদের গল্পে কেউ কোনো বিচার চায় না, কেউ কোন প্রতিশোধ নেয় না। প্রতিশোধটা প্রকৃতি নেয়। আমি শুধু বর্তমান সময়ের একটা গল্প বলার চেষ্টা করেছি এই ফিল্মে। বাকিটা দর্শকের উপর, আশা করি দর্শকদের ভালো লাগবে।’

জানা যায়, শর্ট ফিল্মেরটির প্রডিউসার শাহরিয়ার শাকিল এবং ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে আছেন নির্মাতা আনিমেষ আইচ। ঈদের পঞ্চম দিন দীপ্ত টিভির পর্দায় রাত ১২ টা ২০ মিনিটে প্রচারিত হবে 'জহরে কহরে'। এছাড়া  ওটিটি মাধ্যম বায়োস্কোপ-এ ফিল্মটি দেখা যাবে এটি। 

বিভি/জোহা

মন্তব্য করুন: