• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অন্যদের নিয়ে বেফাঁস মন্তব্য বর্ষার- যা বললেন রাফি ও শরিফুল রাজ

প্রকাশিত: ১৯:১৬, ১৬ জুলাই ২০২২

আপডেট: ১৯:৩১, ১৬ জুলাই ২০২২

ফন্ট সাইজ
অন্যদের নিয়ে বেফাঁস মন্তব্য বর্ষার- যা বললেন রাফি ও শরিফুল রাজ

ঈদুল আযহাকে ঘিরে সারাদেশে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। অনন্য মামুন পরিচালিত 'সাইকো', রায়হান রাফির 'পরাণ' ও অনন্ত জলিল অভিনীত 'দিন : দ্য ডে'। বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় অনন্তের এই ছবিতে নায়িকা হিসেবে আছেন বরাবরের মতো তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। ১০০ কোটি বাজেটের এই সিনেমা মুক্তির আগে-পরে প্রচারণায় যুক্ত হয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বর্ষা।

সিনেমা মুক্তির আগে একটি বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে চিত্রনায়িকা বর্ষা বলেছিলেন, 'আমাদের সাথে যে দুইটা সিনেমা মুক্তি পাচ্ছে সেগুলোর কি আমাদের সঙ্গে তুলনা চলে? একটা ব্র্যান্ডের সঙ্গে আর একটা ব্র্যান্ডের তুলনা করতে হয়। এরা তো কেউ ব্র্যান্ড না যে আমাদের সঙ্গে তুলনা চলে। আর 'পরাণ' সিনেমার নির্মাতাকে তো কেউ চিনেই না। এই সিনেমার নায়িকাকে মোটামুটিভাবে কেউ চিনলেও নায়ককে তো আমি চিনি না। পরে তাকে চিনেছি দেশের আলোচিত এক নায়িকার স্বামী হিসেবে।' 

এদিকে 'দিন : দ্য ডে' মুক্তির পর রাজধানীর একটি সিনেপ্লেসে সিনেমা দেখতে যায় অনন্ত-বর্ষা। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বর্ষা বলে বসেন, 'আপনারা অনন্তের সাথে কেমন নায়িকা চান? যারা যারা কিনা পেটে বাচ্চা নিয়ে সন্তান প্রসব করে আড়ালে থাকে। যারা ফেনসিডিল, গাঁজা, মদসহ পুলিশের কাছে ধরা পড়ে। সেই নায়িকা আপনাদের পছন্দ যারা নিজের বিয়ের পোশাকটা পর্যন্ত স্পন্সর নিয়ে পরে। '

কোনো রকম প্রাসঙ্গিকতা ছাড়া দেশের অন্য নায়িকাদের নিয়ে বর্ষার এমন আক্রমণাত্মক মন্তব্য নিয়ে চটেছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমেও এই নায়িকার সমালোচনা করেছেন তার ভক্তরা।

অন্যদিকে এ প্রসঙ্গে 'পরাণ' সিনেমার পরিচালক রায়হান রাফির কাছে জানতে চাইলে তিনি বাংলাভিশনকে বলেন, 'আমরা যারা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছি সবাই মিলে একটা পরিবার। আর এই পরিবারের একজন যদি অন্য সদস্যদের নিয়ে এমন কথা বলে তখন খুব কষ্ট লাগে। আমি তাদের কাছে অনুরোধ করব, দয়া করে এসব কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে যেন আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাই। '

এ নিয়ে অভিনেতা শরিফুল রাজের সাথে কথা হলে তিনি বলেন, 'আমি আসলে এসব নিয়ে কিছু বলতে চাই না। আমি অভিনয়ের মানুষ, অভিনয় করতে এসেছি তাই সেটাই করে যাব। কে কী বলল আমি শুনিও না, মাথায়ও নেই না। দর্শকদের জন্য অভিনয় করি তাই তাদের ভালোবাসা পেলেই আমি খুশি।'

প্রসঙ্গত, মোর্তেজা অতাশ জমজম পরিচালিত ‘দিন: দ্য ডে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বর্ষা ও অনন্ত জলিল। রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ চলচ্চিত্রের প্রধান তিন চরিত্রের অভিনয় শিল্পীরা হলেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। আর অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে আছেন পূজা চেরী ও জিয়াউল রোশান।

বিভি/জোহা

মন্তব্য করুন: