• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অনন্ত জলিলের দাওয়াতে শিল্পীদের অনুপস্থিতি নিয়ে হচ্ছে বিতর্ক!

প্রকাশিত: ১৬:০১, ১৯ জুলাই ২০২২

আপডেট: ১৬:৩৩, ১৯ জুলাই ২০২২

ফন্ট সাইজ
অনন্ত জলিলের দাওয়াতে শিল্পীদের অনুপস্থিতি নিয়ে হচ্ছে বিতর্ক!

ঈদের দিন থেকে সারাদেশের প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা 'দিন: দ্য ডে'। ছবির প্রচরণায় বিভিন্ন সিনেমা হলো গুলোতে ছুটি যাচ্ছেন এই তারকা দম্পতি। এই অভিনেতা নিজের ফেসবুকে ঘোষণা দেন দেশের ৭৪ জন চলচ্চিত্র শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকব্লাস্টারে সিনেমাটি দেখার জন্য। কিন্তু সোমবার ১৮ (জুলাই) নির্ধারিত সময়ে হলে গিয়ে  অভিনেতা ডি এ তায়েব, কেয়াসহ হাতে গোনা কয়েকজন শিল্পী ছাড়া কাউকে চোখে পড়েনি।

ফেসবুকে অনন্ত জানান, 'দিন- দ্য ডে' মুভিটি দেখার জন্য আমাদের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীরা সবাই থাকবেন। শ্রদ্ধেয় আলমগীর, ফারুক, সোহেল রানা , ইলিয়াস কাঞ্চন ,উজ্জ্বল ,রুবেল ,ফেরদৌস, রিয়াজ ,ববিতা, রোজিনা,সুচরিতা , চম্পা থেকে শুরু করে নতুন প্রজন্মের প্রিয় মুখ সিয়াম আহমেদ, আরিফিন শুভ, বাপ্পী, ইমন, নিরবসহ অনেকেই থাকবেন।'

শিল্পীদের অনুপস্থিত থাকা নিয়ে চলচ্চিত্র পাড়ায় প্রশ্ন উঠেছে অনন্ত জলিলের দাওয়াত নিয়ে। চিত্রনায়িকা ববিতা একটি গণমাধ্যমের কাছে জানান, অনন্ত জলিল সাহেবের ছবি দেখা নিয়ে তো আমার সঙ্গে কোনো কথাই হয়নি। কেন জলিল সাহেব এমন মিথ্যাচার করছেন! আমার সঙ্গে কথা না বলে ফেসবুকে এভাবে নাম লিখে দেওয়ার তো কোনো মানে হয় না।'

বরেণ্য এই অভিনয়শিল্পীর এমন বক্তব্যের পর শুরু হয় বিতর্ক। দাওয়াত প্রসঙ্গে জানতে চাইলে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন বাংলাভিশনকে বলেন, 'অনন্ত আমাকে দাওয়াত করেছিল মধুমিতা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার জন্য। আমি সেখানে গিয়ে সিনেমাটি দেখি। কিন্তু ব্লকব্লাস্টারে যেতে পারিনি আমার ব্যস্ততার জন্য। তবে অনন্ত অনেক শিল্পীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ করে দাওয়াত করেন। একজন শিল্পীকে এভাবে দাওয়াত করলে তারা কি সেখানে যাবেন!'

বিষয়টি নিয়ে চিত্রনায়ক রিয়াজের সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রসঙ্গে কথা বলতে অসম্মতি জানান। তিনি বলেন, 'আমি এই দাওয়াত নিয়ে কিছুই বলতে চাই না।'

দেশের জনপ্রিয় অভিনেত্রী চম্পা বলেন, 'অনন্ত জলিল কাকে দাওয়াত করেছে, না করেছে আমি জানি না। তবে তিনি আমাকে কল দিয়ে সিনেমা দেখা জন্য বলেছিলেন। আমার ব্যক্তিগত ব্যস্ততার জন্য যেতে পারিনি। আর আমি করোনার জন্য বাইরেও খুব একটা যাই না তাই আর সেখানে যাওয়া হয়নি।' 

চিত্রনায়ক ফেরদৌস বলেন, 'অনন্ত জলিল সাহেব আমাকে ফোন করে তার নতুন সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু আমি একটু অসুস্থ থাকায় সেখানে উপস্থিত থাকতে পারিনি। বাংলাদেশের এমন বড় বাজেটের সিনেমা তৈরি হচ্ছে এটাকে আমি ইতিবাচক ভাবে দেখছি।' 

সিনেমার দেখার দাওয়াত পেয়ে কেন শিল্পীরা এলেন না এই প্রশ্নের জবাবে 'দিন: দ্য ডে' সিনেমার নায়িকা বর্ষা বলেন, 'আমরা সবাইকে সিনেমাটি দেখার জন্য দাওয়াত করেছি। কিন্তু তারা কেন এলেন না সেটা আমরা জানি না। হয়তো ব্যক্তিগত ব্যস্ততার কারণে তারা আসতে পারেননি।'

অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন: দ্য ডে’ ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।

বিভি/জোহা

মন্তব্য করুন: