• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আসছে ব্র্যাড পিটের অ্যাকশন ‘বুলেট ট্রেন’

প্রকাশিত: ১৩:২৯, ১ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
আসছে ব্র্যাড পিটের অ্যাকশন ‘বুলেট ট্রেন’

বুলেট ট্রেন

ব্র্যাড পিট নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে আসে রুপালি পর্দার সুদর্শন এক তারকার অবয়ব, যিনি হলিউডে সফল ক্যারিয়ারের পাশাপাশি বিলাসবহুল জীবনযাপন বা সুন্দরী নায়িকাদের সাথে সম্পর্কের সুবাদে সবসময়ই মিডিয়া বা সাধারণ মানুষজনের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। গত তিন দশকে ইন্টার্ভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার, ওশেনস ট্রিলজি, ট্রয়, মিস্টার এন্ড মিসেস স্মিথ, ওয়ার্ল্ড ওয়ার জিয়ের মতো বাণিজ্যিকধর্মী ছবির জন্য যেমন তিনি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছেন, ঠিক তেমনি টুয়েলভ মাংকিস, বাবেল, দ্য ট্রি অব লাইফ, মানিবলের মতো ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে নিজের সামর্থ্যটাও ভালোমতোই প্রমাণ করেছেন। এমনকি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা হিসেবে অস্কারও জিতে নিয়েছিলেন তিনি। 

তারকাখচিত ফিল্মে ব্র্যাড ছাড়াও রয়েছেন সান্ড্রা বুলক, জোই কিং

আর এবার আসছে তার পরবর্তী সিনেমা ‘বুলেট ট্রেন’। ব্র্যাড তার আসন্ন ছবিতে বেশিরভাগ স্টান্ট নিজেই পারফর্ম করেছেন। শুধু স্টান্ট নয়, অ্যাকশন এবং ফাইট সিকোয়েন্সও পারফর্ম করেছেন ব্র্যাড খোদ। ‘ডেডপুল-২’ খ্যাত ডেভিড লেচ ছবির পরিচালক। তারকাখচিত ফিল্মে ব্র্যাড ছাড়াও রয়েছেন সান্ড্রা বুলক, জোই কিং, আরোন টেলর-জনসন, ব্রায়ান টাইরি হেনরি, হিরোউকি সোনাডা, অ্যান্ড্রিউ কোজি। ছবিটি লেখক কোটারো ইসাকার জাপানি উপন্যাস “মারিয়া বিটল” থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে ‘বুলেট ট্রেন’। 

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2