• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রযোজক আমার নামে মিথ্যাচার করছেনঃ রোশান

প্রকাশিত: ১৮:৪৭, ১২ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
প্রযোজক আমার নামে মিথ্যাচার করছেনঃ রোশান

বেশকিছুদিন ধরে সিনেমায় নিয়মিত নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফের বিয়ে করে সংসারে মন দিয়েছেন 'অগ্নি' খ্যাত এই অভিনেত্রী। এই সময় মাহি আলোচনায় না থাকলেও তার অভিনীত আগের একটি সিনেমায় রয়েছে মুক্তির অপেক্ষায়। ‘আশীর্বাদ’ নামে সিনেমাটি আগামী ১৯ আগস্ট মুক্তি পাচ্ছে। আর এই সিনেমার নায়ক হিসেবে আছেন জিয়াউল রোশান। কিন্তু প্রযোজকের দাবি, সিনেমার প্রচারণায় নেই নায়ক-নায়িকা। 

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হলেও নায়ক-নায়িকা কেউই সিনেমাটির প্রচারণায় অংশ নিচ্ছেন না। এমনকি ফেসবুকেও সিনেমার পোস্টার শেয়ার দিচ্ছেন না। এ কারণে মাহি-রোশানের উপর ক্ষুব্ধ হয়েছেন ‘আশীর্বাদ’-এর প্রযোজক জেনিফার ফেরদৌস।

সেই ক্ষোভ থেকে সিনেমার সংবাদ সম্মেলনেও মাহি-রোশানকে ডাকেননি তিনি। এ নিয়ে জেনিফার বলেন, ‘নায়ক-নায়িকাকে পারিশ্রমিক দিয়ে সিনেমায় নেয় প্রযোজক। এখন তারা যদি শেয়ার না দেয়, সে কারণে যদি সিনেমা না চলে, তাহলে তো কিছু বলার নেই। আমি একটি কনফারেন্স করেছি আমার সিনেমার প্রচারের জন্য, নায়ক-নায়িকার প্রচারণার জন্য আমি রাস্তায় নামিনি। এটা আমাদের অনুদানের সিনেমা। এটা আমার প্রথম সিনেমা, সংবাদ সম্মেলন করছি মূলত পুরো টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি এখানে মাহি বা রোশানের প্রচারণা করতে আসিনি।’

কেন নেই ‘আশীর্বাদ’ সিনেমার প্রচারনায় এমন প্রশ্নের জবাবে চিত্রনায়ক রোশান বাংলাভিশনকে বলেন, 'আমি কেন যাব সিনেমার প্রচারণায়? আমাকে তো  সিনেমার ট্রেলার প্রকাশ, পোস্টার, মুক্তির তারিখ সম্পর্কে কিছুই জানাননি প্রযোজক বা পরিচালক। আমি তৃতীয় পক্ষের কাছ থেকে এসব তথ্য পাই অথচ তারা আমার সাথে অফিসিয়ালি কোনো যোগাযোগ করেনি।'

রোশান আরও বলেন, 'প্রযোজক আমার নামে মিথ্যাচার করছেন। তিনি সিনেমার কোয়ালিটির ব্যাপারে প্রচুর কম্প্রোমাইজ করেন। তিনি সিনেমা সম্পর্কে কিছু বুঝেন না, অথচ শুটিং সেটে এসে পরিচালক থেকে শুরু করে শিল্পীদের উপর খবরদারী করতেন। যেটা আমাদের কাজের উপর ব্যাপক প্রভাব পড়েছে। আর প্রযোজক সিনেমার না, নিজের প্রচারটাই বেশি প্রাধান্য দেন।'

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায়‘আশীর্বাদ’ সিনেমাটি। এখানে রোশান ও মাহি ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ।

বিভি/জোহা

মন্তব্য করুন: