• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

`পরাণ` সিনেমা নিতে চায় পাকিস্তান

প্রকাশিত: ২৩:৩১, ১৮ আগস্ট ২০২২

আপডেট: ১৩:৫১, ২০ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
`পরাণ` সিনেমা নিতে চায় পাকিস্তান

‘পরাণ’ সিনেমা মুক্তির পর এক মাস পেরিয়ে গেলেও সিনেপ্লেক্সে টানা হাউজফুল যাচ্ছে ছবিটি। দর্শক এখনো লাইন ধরে টিকেট কিনছেন। রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি দেশের বাইরে বেশ সাড়া ফেলেছে। এবার ছবিটি তাদের দর্শকদের দেখাতে নিতে চায় পাকিস্তান। 

এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির পরিচালক ইয়াসির আরাফাত বলেন, 'পাকিস্তান থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে। তারা অনুরোধ করেছে সিনেমাটা সে-দেশে পাঠানো যায় কিনা। পাকিস্তানে 'পরাণ' উর্দুতে ডাবিং করে চালানো হবে। আমরা দেখছি পাকিস্তানে ছবি পাঠাতে হলে সরকারি কি নিয়ম আছে সেগুলো জানতে। নিয়মগুলো জানা হলে আমরা পাকিস্তানের সাথে যোগাযোগ করবো।'

 ‘পরাণ’ ছবিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াস রোহান, নাসির উদ্দীন খান প্রমুখ। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2