• NEWS PORTAL

  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘সিএনজিতে ঘোরা নায়িকাদের গাড়ি-বাড়ি আসে কোথা থেকে?’

প্রকাশিত: ২১:৪১, ২৫ আগস্ট ২০২২

আপডেট: ২২:১৩, ২৫ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
‘সিএনজিতে ঘোরা নায়িকাদের গাড়ি-বাড়ি আসে কোথা থেকে?’

জেনিফার ফেরদৌস ও মাহিয়া মাহি

যে নায়িকা সিএনজিতে করে শুটিংয়ে আসতো, কিছুদিনের মধ্যেই সে গাড়ি আর ফ্ল্যাটের মালিক হয় কিভাবে? এই প্রশ্ন তুলেছেন জেনিফার ফেরদৌসসহ আরও কিছু প্রযোজক। সম্প্রতি আশির্বাদ নামের একটি চলচ্চিত্রের সংবাদ সম্মেলন করে সেখানে নায়িকা মাহিয়া মাহির উদ্দেশ্য করে নানান কথা বলেন জেনিফার ফেরদৌস।

ওই সংবাদ সম্মেলনে সিনেমার নায়ক নায়িকা কাউকেই আমন্ত্রণ জানাননি। ওই সংবাদ সম্মেলনে নায়ক রোশান ও নায়িকা মাহির বিরুদ্ধে ফেসবুকে পোস্টার শেয়ার না করার অভিযোগ আনেন।  

এরপর রোশান মুখ খোলেন। প্রযোজকের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। সংবাদ সম্মেলন করে নায়িকা মাহিয়া মাহিও বেশকিছু অভিযোগ তোলেন জেনিফার ফেরদৌসের বিরুদ্ধে। জেনিফারের বিরুদ্ধে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগও দিয়েছেন মাহি। 

আরও পড়ুন: গম-ভুট্টা চাষীদের ২ লাখ টাকা পর্যন্ত ঋণ দিবে ব্যাংক

এরপরে মূলত প্রযোজক ও অভিনয়শিল্পীরা প্রায় মুখোমুখি অবস্থানে চলে এসেছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার প্রযোজক ইকবাল বিষ্ফোরক মন্তব্য করলেন। তিনি নায়ক নায়িকাদের বাড়ি গাড়ির প্রশ্ন সামনে এনেছেন।

ইকবাল বলেন, কিছু নায়ক নায়িকারা সিএনজি নিয়ে আসতো এক ছবির শুটিং করতেই না করতেই গাড়ি এবং ফ্লাট এর মালিক হয়ে যায় অথচ প্রযোজক রাস্তায় বসে থাকে। কি এমন জাদু আছে তাদের কাছে, প্রশ্ন আমার ঐ নায়ক নায়িকাদের কাছে যারা গতকাল থেকে সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছেন। মনে রাখবেন, প্রযোজকরা বাপ হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: