• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

চাপাবাজদের নিয়ে হাসির গান গাইলেন সাদী (ভিডিও)

প্রকাশিত: ১১:২৪, ২২ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৩:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
চাপাবাজদের নিয়ে হাসির গান গাইলেন সাদী (ভিডিও)

সমাজে এখন নেই চাপাবাজের অভাব। যে যেখানে যেভাবে পারেন মেরে আসেন চাপা। কেউ নিজেকে জাহির করেন কেউ আবার করেন অন্যের তেলবাজী। সমাজে প্রভাব বিস্তার করা ওইসব চাপাবাজ মানুষ নিয়ে ব্যাপক হাস্যরসে ভরা একটি গান গেয়েছেনে ইসলামি সাংস্কৃতিক সংগঠন কলরবের সালমান সাদী। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে 'মিস্টার চাপাবাজ’ শিরোনামের গানটি মুক্তি পেয়েছে হলিটিউনের ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন ইয়াসিন রুবেল। সুর করেছেন মুহাম্মাদ বদরুজ্জামান। অভিনয় করেছেন আবু বকর কাজি, মোহাম্মদ ফতিক এবং দিপু।

গানটি শুনতে এই লিংকে ক্লিক করুন

মিস্টার চাপাবাজ গানের শুরুতেই দেখা যায়, তিনজন চাপাবাজ একটি চায়ের দোকানে বসে চাপা ছাড়ছে। কে কার থেকে বড় চাপাটা ছাড়তে পারে, এই প্রতিযোগিতা যেন তাদের ভেতরে। চাপা ছেড়ে তারা সমাজে চাপাবাজ হিসেবেই পরিচিতি পেয়েছে। ছোট বড় সব শ্রেণির মানুষ তাদের পেছনে মন্দ বলে। সমাজের বাস্তব চিত্র এই নাশিদে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এতে সমশ্রেণির মানুষের জন্য বিনোদন যেমন রয়েছে, তেমন রয়েছে শিক্ষাও।

বিভি/কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2