• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজের আগে শাকিবকেও ছাড়তে হয়েছিল মিমের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ২০ নভেম্বর ২০২২

আপডেট: ১৭:১৮, ২০ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
রাজের আগে শাকিবকেও ছাড়তে হয়েছিল মিমের

‘পোড়াকপালি’ অভিনেত্রী লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী বিদ্যা সিনহা মিম। গত ১৪ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবির মাধ্যমে ২০০৮ সালে চলচ্চিত্রে অভিষেক হয়। পরের বছরই ‘ঢালিউড সুপারস্টার’ শাকিব খানের বিপরীতে ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে অভিনয় করে বাজিমাত করেন। ব্যবসা সফল এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রডাকশন পরের ছবি ‘মনে প্রাণে আছো তুমি’তেও মিমকে চূড়ান্ত করে। তিন লাখ টাকা দিয়ে চুক্তিও করায় তারা। প্রতিষ্ঠানটির কর্ণধার তাপসী ফারুক তখন জানিয়েছিলেন, মিম ও শাকিবকে নিয়ে পরে আরো পাঁচটি ছবি নির্মাণ করবেন। তবে ‘মনে প্রাণে আছো তুমি’ ছবির শুটিং শুরুর আগেই বাদ পড়ে যান মিম। 

আরও পড়ুন: 

 

প্রযোজক তাপসী ফারুক তখন জানিয়েছিলেন একপ্রকার চাপে পড়ে অপু বিশ্বাসকে ছবিটিতে নিতে বাধ্য হয়েছেন তিনি। মিমের জন্য কিছু করতে পারলেন না, তাই চুক্তিবদ্ধ হওয়া টাকাটাও ফেরত চান না। মিম অবশ্য আকার-ইঙ্গিতে বলেছেন প্রযোজককে এই চাপ দিয়েছিলেন স্বয়ং অপু বিশ্বাসই। 

তিনি শাকিবকে দিয়ে ছবিটি থেকে মিমকে বাদ দিয়ে নিজে যুক্ত হয়েছেন। এরপর মিম চলচ্চিত্রে অভিনয় চালিয়ে গেলেও নিজেকে প্রমাণ করতে পারছিলেন না। অবশেষে ১৩ বছর পর এসে ‘পরাণ’ ছবিটির মাধ্যমে নিজের জাত চেনালেন অভিনেত্রী। ছবির অন্য দুই অভিনেতা শরীফুল রাজ ও ইয়াশ রোহানকে ছাপিয়ে নিজের অভিনয়গুণে হয়ে ওঠেন আলোকিত।  

আরও পড়ুন: 

 

‘পরাণ’-এর পর ‘দামাল’ ছবিতেও রাজের সঙ্গে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছে। চলচ্চিত্রের নামকরা নির্মাতারা রাতারাতি মিম-রাজকে জুটি করে ছবি নির্মাণের পরিকল্পনা শুরু করলেই আবার ঘটে বিপত্তি। মিমের সঙ্গে রাজের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজের স্ত্রী অভিনেত্রী পরীমনি। বিষয়টি নিয়ে জলঘোলা হওয়ার আগেই সরে দাঁড়িয়েছেন মিম। জানিয়েছেন, রাজের সঙ্গে আর কোনো ছবিতে অভিনয় করবেন না তিনি। একটা জুটি গড়ে উঠতে না উঠতেই ভেঙে গেল!

এই অভিনেত্রী বলেছেন, ‘আমি নিজেও বিবাহিত। কখনোই চাইব না অন্যের সংসারে কোনো ঝামেলা হোক। রাজের সঙ্গে ছবি করা মানেই দু-একটা ঘনিষ্ঠ দৃশ্য থাকবে। আর সেটা হয়তো পরীমনি সহ্য করতে পারবে না। পরী আমারও ভালো বন্ধু, আমি চাই তাদের সংসার সুখের হোক।’

আরও পড়ুন: 

বিভি/এইচএস

মন্তব্য করুন: