• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

যৌনপল্লী থেকে এসে নিজের অভিজ্ঞতা জানালেন পিয়া

প্রকাশিত: ১৭:১৬, ২৩ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
যৌনপল্লী থেকে এসে নিজের অভিজ্ঞতা জানালেন পিয়া

বাংলা নাটক ও উপস্থানা জগতের জনপ্রিয় মুখ পিয়া জান্নাতুল। নিয়মিত না হলেও মাঝে মাঝে তাকে দেখা যায় নাটকে। সম্প্রতি তিনি ঘুরে এসেছেন যৌনপল্লী থেকে। না এমনি এমনি ঘুরতে যাননি তিনি। গিয়েছিলেন অভিনয়ের জন্য। সেখান থেকে ঘুরে এসে জানিয়েছেন নিজের অভিজ্ঞতা।

‘রং-বাজার’ নামে একটি সিনেমায় নাম লিখিয়েছেন পিয়া জান্নাতুল। রাশীদ পলাশ পরিচালিত এ সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করছেন পিয়া। গত এক সপ্তাহ ধরে রাজবাড়ির দৌলতদিয়া যৌনপল্লীতে চলছে সিনেমাটির শুটিং।

‘রং-বাজার’ টিমের সঙ্গে বর্তমানে দেশের বৃহতম এ যৌনপল্লীতে অবস্থান করছেন প্রিয়া।এক সপ্তাহ এই জায়গায় ঘুরে নিজের অভিজ্ঞতা জানালেন পিয়া। 

পিয়া জানান, ‘এখানে কাজের অভিজ্ঞতা একেবারেই আলাদা। নতুন এক জগতের সঙ্গে পরিচিত হয়েছি। এখানকার মানুষদের খুব কাছ থেকে দেখছি। সে অনুভূতি ভাষায় প্রকাশের নয়। বাইরে অনেক কিছু শোনা যায়। কিন্তু বাস্তবে আবার অনেক কিছুই মিলে না এখানে।’ 

সিনেমাটির শুটিং শেষ হচ্ছে। ইউনিট ঢাকায় ফেরার পর একটা বিরতি শেষে ঢাকায় বাকি অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।

‘রং-বাজার’ সিনেমার গল্পের প্রেক্ষাপট তৈরি হয়েছে নিষিদ্ধপল্লী নিয়ে। এ পিয়া জান্নাতুল ছাড়া আরও অভিনয় করছেন মৌসুমী হামিদ, নাজনীন চুমকি, তানজিকা আমিন, লুৎফুর রহমান জর্জসহ অনেকে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2