চলতি মাসে সাইমন-বুবলীর বিয়ে, গোপনে হয়েছে গায়ে হলুদ!
								
													চলতি মাসের ২৫ তারিখ চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা বুবলীর বিয়ে! গোপনে হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক জসিমউদ্দিন জাকির। ফেসবুকে সাইমন-বুবলীর গায়ে হলুদের কিছু স্থিরচিত্র প্রকাশও করেন তিনি।
সমস্ত ঘটনাটি ঘটেছে সিনেমার গল্পে। ‘মায়া : দ্য লাভ’ নামে একটি সিনেমায় জুটি হয়েছেন সাইমন-বুবলী। আর সেখানে গল্পের প্রয়োজনে বিয়ে করেন তারা।
নির্মাতা জসিমউদ্দিন জাকির বলেন, ‘আমার ছবির নায়ক-নায়িকার গায়ে হলুদের অনুষ্ঠানের শুটিং করছি। আগামী ২৫ তারিখ বিয়ের শুটিং হবে। এছাড়া আরও কিছু চমক থাকবে ছবিতে। তা পরবর্তীতে আপনাদের বলব।’
সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর। ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম বুবলী।
আরও পড়ুন:
বিভি/জোহা
						


							
							
 
										
							
							
							
							
							
							
							
							
							
							
											
											
											
											
মন্তব্য করুন: