• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শবনম ফারিয়ার অস্ত্রোপচার, স্বাভাবিক হয়নি নিঃশ্বাস

প্রকাশিত: ২৩:০০, ২৯ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
শবনম ফারিয়ার অস্ত্রোপচার, স্বাভাবিক হয়নি নিঃশ্বাস

নাকের সমস্যা নিয়ে সম্প্রতি দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সেখানে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। 

সোমবার (২৮ নভেম্বর) রাতে ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রীর নাকে অস্ত্রোপচার হয়ে। এ বিষয়ে ফারিয়া বলেন, ‘এক বছর ধরে লক্ষ করছিলাম নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। সেটা ভেবে অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। অবশেষে দিল্লি এসে নিশ্চিত হলাম, সমস্যাটা কার্ডিয়াক নয়, নাকে। অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে কিন্তু ব্যথানাশক ও অ্যানেস্থেশিয়ার প্রভাবে এখনো মাথা ঘুরছে। আমাকে যারা দোয়া করেছেন তাদের ধন্যবাদ। আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ, যারা আমার জন্য দোয়া করেছেন।’

অপারেশনের পর এখন স্বাভাবিক শ্বাস নিতে পারছেন কিনা, জানতে চাইলে বাংলাভিশনকে ফারিয়া বলেন, ‘এখনো স্বাভাবিক শ্বাস নিতে পারছি না। আরও ৭ থেকে ১০ যাওয়ার পর আশাকরি স্বাভাবিক শ্বাস নিতে পারব। এ কয়দিন এখানে থাকতে হবে। আমার সঙ্গে আমার বোন আছে, সে আমার দেখাশোনা করছে।’ 

জানা যায়, দুই একদিনের মধ্যে নাকের ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। হাসাপাতাল থেকে ছাড় পাওয়ার পর ৬ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে বড় বোনের বাসায় থাকবেন ফারিয়া। এরপর ৭ ডিসেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2