• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় আসছেন শ্রীলেখা মিত্র

প্রকাশিত: ১৪:২৯, ১৫ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
ঢাকায় আসছেন শ্রীলেখা মিত্র

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র ঢাকায় আসছেন। বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ২১তম আসরে শ্রীলেখার ‘এবং ছাদ’ ছবিটি প্রদর্শন করা হবে। স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনাও করেছেন তিনি নিজেই।

ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ফেসবুক পেজে ভিডিওবার্তায় শ্রীলেখা বলেন, ‘আমার নিজের তৈরি করা সিনেমা নিয়ে জানুয়ারির মাঝামাঝি সময় আমি আসছি ঢাকায়, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আশা করি, সিনেমাটি আপনাদের দেখাতে পারব।’

তাঁর ফেসবুক পেজে তিনি লেখেন, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে স্থান পায়নি আমার সিনেমা ‘এবং ছাদ’। ঢাকায় পেয়েছে। যাইহোক বিচক্ষণ আপনারা, বাকিটা বুঝে নেবেন। শ্রীলেখার ওই পোস্টে বাংলাদেশের অনেকেই তাকে স্বাগতম জানিয়েছেন।

জানা গেছে, ২০২৩ সালের ১৪ জানুয়ারি  থেকে শুরু হওয়অ এই উৎসব চলবে নয়দিনব্যাপী ২২ জানুয়ারি পর্যন্ত। বিশ্বের ৭০টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবারের আসরে।

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2