• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

এবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রাজের বাবা (ভিডিও)

প্রকাশিত: ১২:৩১, ৩১ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৭:২৮, ৩১ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
এবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রাজের বাবা (ভিডিও)

রাজ ও পরীমণি

সময়ের আলোচিত ঢালিউড তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। কিছুটা গোপনে বিয়ে করে সংসার শুরু করেন তারা। তবে কিছুদিন আগে দুজনের সম্পর্কে ফাটলের আভাস পাওয়া গিয়েছিল। 

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুকে আবারও সেই আভাস দিলেন ঢালিউড সুন্দরী পরীমণি। পরী লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে । 
জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

আরও পড়ুন: 

ঠিক এর পরেই গণমাধ্যমে রাজ-পরীর বিচ্ছেদের খবর প্রকাশ হয়। এব্যাপারে জানতে চাইলে রাজ এবং পরী, কাউকে ফোন করে পাওয়া যায়নি। এ দম্পতির বিচ্ছদের বিষয়ে জানতে চাইলে শরিফুল রাজের বাবা বাংলাভিশনকে জানান, রাজ-পরীর বিচ্ছেদ হয়নি। তারা এখনো এক সঙ্গে আছেন।’  

তাহলে মধ্যরাতে পরী কেন এমন স্ট্যাটাস দিলেন এ ব্যাপারে জানতে চাইলে শরিফুল রাজের বাবা মুসলিম মিয়া বলেন, ‘শুটিং শেষ করে রাজের বাসায় ফিরতে কিছুটা দেরি হয়। যা নিয়ে পরী রাগ করে। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে সামান্য ঝগড়া হয়। যার ফলে পরী এমন স্ট্যাটাস দিয়ে থাকতে পারে।’

রাজের বাবা আরও যোগ করেন, ‘পরী এখনো কিছুটা অভিমান করে থাকলেও তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভবনা নেই। রাজ-পরী ও আমরা সবাই একসঙ্গে আছি। আশাকরি ওদের দুজনের সম্পর্ক সুন্দর থাকবে।’ 

আরও পড়ুন: 

 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2