• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জয়ের চিঠিতে বুবলীর ছেলের কথা কেন লিখলেন অপু?

প্রকাশিত: ২০:০০, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
জয়ের চিঠিতে বুবলীর ছেলের কথা কেন লিখলেন অপু?

নিজের ছেলে জয়ের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে বুবলীর ছেলের কথা এনেছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। দুই নায়িকার দুই ছেলের বাবা একই হওয়ায় তারা আপন ভাই। অপুর ছেলে বড়, তাই তিনি জয়কে তার ভাই অর্থাৎ বুবলীর ছেলেকে ভালোবাসতে বলেন চিঠিতে।

ছেলে জয়ের উদ্দেশে চিঠিতে অপু লেখেন, অনেক বড় হও জয়। তোমার ভাইকে অনেক ভালোবাসবে। সম্প্রতি বেসরকারি এক টেলিভিশন অনুষ্ঠানে যে কারও উদ্দেশে চিঠি লিখতে বলেন সঞ্চালক। সেখানে এমনটাই লেখেন এ অভিনেত্রী। 

আব্রাহাম খান জয়ের উদ্দেশে অপু লেখেন, ‘জয় তুমি অনেক বড় হও। মায়ের আশীর্বাদ আছে। তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে।’ 

চিঠিটি পড়ে অপু বিশ্বাসের উদ্দেশে সেখানে উপস্থিত থাকা নায়ক সাইমন বলেন, ‘ভাই মানে বীর, রাইট?’ এর জবাবে, হাসিতে সায় দেন অপু। 

চিত্রনায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান জয়। এই দুই তারকা দম্পতির বিচ্ছেদ হয়েছে ৫ বছর আগে। অন্যদিকে গত বছরের সেপ্টেম্বরে শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর বিয়ে ও সন্তানের খবর সামনে আসে। তাদের সন্তানের শেহজাদ খান বীর।

চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকা অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তির অপেক্ষায়। ওই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক। ওই অনুষ্ঠানে সাইমনও উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2