• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

এ দেশে ‘পাঠান’ না এনে আমাকে দিয়ে তৈরি করুন: জায়েদ খান

প্রকাশিত: ১৬:৪৭, ৯ মার্চ ২০২৩

আপডেট: ১৬:৪৯, ৯ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
এ দেশে ‘পাঠান’ না এনে আমাকে দিয়ে তৈরি করুন: জায়েদ খান

বাংলাদেশে বলিউড সিনেমা পাঠান মুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। এবার সিনেমাটি আমদানি প্রসঙ্গে মুখ খুললেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। হিন্দি ছবি না এনে এ দেশের নায়কদের নিয়ে 'পাঠান'-এর মত ছবি তৈরি করার কথা বলেন এ নায়ক।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে পারফর্ম করার আগে মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন জায়েদ খান। 

জায়েদ খান বলেন, ‘আমাদের দেশে পাঠান আনার কোনো প্রয়োজন আছে কি? তার চেয়ে পাঠান না এনে আমাকে বা আমাদেরকে দিয়ে পাঠানের সিনেমা বানান।’

এ ছাড়াও জায়েদ খান আরও বলেন,  ‘‘দেশে ‘পাঠান’ বা হিন্দি ছবি মুক্তি পেলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে। এক কোটি টাকা বাজেটের সিনেমা কখনোই একশ' কোটির সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারবে না।’’

জায়েদ খান আরও যুক্ত করে বলেন, ‘দেশীয় সংস্কৃতির বিকাশ লাভে আমি শুরু থেকে হিন্দি ছবির বিপক্ষে। সবসময় চাইবো হিন্দি ছবি যাতে এখানে না আসে। আমি গত ১৬ দিন মুম্বাই ছিলাম কাজে। সেখানে ক’দিনে হিন্দি শিখে গেছি। আমাদের হলগুলোতে হিন্দি ছবি চললে শিশুরা হিন্দি ভাষা শিখবে। বাংলা সংস্কৃতি চর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেওয়া হলো, যুদ্ধ করা হলো, সেই ভাষা হারিয়ে যাবে। হিন্দি ছবি আনার চেয়ে আমাকে তৈরি করেন।’

বিভি/জোহা

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2