• NEWS PORTAL

  • বুধবার, ৩১ মে ২০২৩

গান-বাজনা থেকে বিরতি নিলেন তাশরিফ, থাকবেন সবগুলো রোজা

প্রকাশিত: ১৩:১৬, ২৫ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
গান-বাজনা থেকে বিরতি নিলেন তাশরিফ, থাকবেন সবগুলো রোজা

ফেসিয়াল প্যারালাইসিস থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তরুণ গায়ক তাশরিফ খান। সুস্থ হওয়ার পর রমজান মাসে গান-বাজনা থেকে বিরতি নিচ্ছেন তিনি। একই সঙ্গে রমজানে সবগুলো রোজা রাখার নিয়্যতও করেছেন তিনি। 

শুক্রবার (২৪ মার্চ) প্রথম প্রহরে নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে তিনি এসব তথ্য জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, তিনি এক সময় মাদ্রাসার ছাত্র ছিলেন। পুরো আমপারা তার মুখস্ত ছিল।

প্রথম রমজানে স্ট্যাটাস দিয়ে তাশরিফ লেখেন, ‘ছোটবেলায় আমি মাদ্রাসার ছাত্র ছিলাম। পুরো আমপারা আমার মুখস্থ ছিল। ক্লাস ফোরে আমি স্কুলে সিফট হই। ফোর থেকেই আমি রোজা রাখা শুরু করেছিলাম সম্ভবত! সব রোজাই রাখতাম যখন যে কয়টা হয়।’

No description available.

পরে তিনি আরও লেখেন, ‘গত কয়েকবছরে অসুস্থতা এবং নানাবিধ কারণে কয়েকটা রোজা রাখতে পারিনি। এবার ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তবে সবগুলো রোজা রাখার নিয়ত করেছি।’

এছাড়া রমজানে গান-বাজনা থেকে বিরতি থাকার আশ্বাস দিয়ে তাশরিফ লেখেন, ‘পুরো রোজার মাস জুড়ে সমস্ত রকম গান বাজনা থেকে বিরতি!’

বিভি/এজেড

মন্তব্য করুন: