শাকিব খানের জন্মদিন আজ

‘অনন্ত ভালোবাসা’ দিয়ে ১৯৯৯ সালে চলচ্চিত্রে আগমন করেন শাকিব খান। মাসুদ রানা থেকে হয়ে উঠেন শাকিব খান ও দেশের শীর্ষ নায়ক। মঙ্গলবার ( ২৮ মার্চ) এ নায়কের জন্মদিন।
চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন শাকিব খান । তার পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হল ‘ভালবাসলেই ঘর বাধা যায় না’ (২০১০), ‘খোদার পরে মা’ (২০১২), ‘আরো ভালবাসবো তোমায়’ (২০১৫) ও ‘সত্তা’(২০১৭)।
২০০৬ সালে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে তাদের আব্রাহাম খান জয় নামে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। অপু বিশ্বাসের সঙ্গে দীর্ঘ দশ বছরের সংসার জীবন পেরিয়ে বুবলীর সঙ্গে “চ্যাপ্টার টু” শুরু করেছিলেন শাকিব। গত বছরের ৩০ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের কয়েকেটি ছবি প্রকাশ করেছিলেন বুবলী। সেখানে ছেলের সঙ্গে শাকিব খানও রয়েছেন। জানান ছেলের নাম।
‘মনের জ্বালা’ (২০০৯) ছবিতে শাকিব খান প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক করেন। তার নিবেদিত প্রথম ছবির নাম ‘তুমি আমার মনের মানুষ’। হিরো দ্য সুপারস্টার ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখান। শাকিব খানের জন্ম ১৯৭৯ সালের ২৮ মার্চ।
বিভি/জোহা
মন্তব্য করুন: