• NEWS PORTAL

  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫

‘চুমুকাণ্ডে’ অভিনেত্রীর পায়ে ধরে ক্ষমা চাইলেন সেই যুবক

প্রকাশিত: ১৫:৩১, ২৪ মে ২০২৩

ফন্ট সাইজ
‘চুমুকাণ্ডে’ অভিনেত্রীর পায়ে ধরে ক্ষমা চাইলেন সেই যুবক

শিরিন শিলা

গত সোমবার এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী শিরিন শিলা। শুটিং সেটে এক যুবক তাকে জড়িয়ে ধরে চুমু দেয়। আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

এই ঘটনার পর বুধবার অভিনেত্রী নিজের ফেসবুকে আরেকটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায়, প্রকাশ্যে জড়িয়ে ধরে চুমু দেওয়া সেই যুবক অভিনেত্রীর পা ধরে ক্ষমা চাইছে।

শিরিন শিলা বলেন, ‘আজ আমি তাকে আনতে লোক পাঠিয়েছিলাম। তার বাসায় বউ আছে, মা আছে। পুরো ফ্যামিলির সবাই আছে। ইভেন সে রিকশা চালায়। ওর মাথায় নাকি সমস্যা। ও সুস্থ স্বাভাবিক। ও বড় অ্যাক্টিংবাজ, মিথ্যাবাদী, প্রতারক।’

কেন এ কাজটা করেছ জানতে চাইলে- ওই ভক্ত শিরিন শিলার পা জড়িয়ে ধরে ক্ষমা চান। তাকে বলতে শোনা যায়, ‘আমার ভুল হয়ে গেছে। আমার মাথায় সমস্যা।’

এর আগে বিষয়টি নিয়ে জানতে চাইলে শিরিন শিলা বলেন, ‘নতুন একটি সিনেমার শুটিং স্পটে একটি ছেলে আমাকে দেখে এগিয়ে এসে কথা বলতে চায়। আমিও তাকে কাছে ডেকে কথা বলতে শুরু করি। তখনই সে আমাকে জড়িয়ে ধরে। আমিও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছি। ’

‘কিন্তু বিদায় নিয়ে চলে আসতে চাইলে ও আমাকে বলে, কখনো গাড়িতে চড়েনি, তাই আজকে আমার সঙ্গে গাড়িতে উঠবে। এই কথা বলেই সে আমাকে আবার জড়িয়ে ধরে। এরপরেই আচমকা আমার গালে চুমু খেয়ে বসে। এই ঘটনায় হতভম্ব হয়ে যাই। এ সময় শুটিং সেটের লোকেরা ছেলেটিকে সরিয়ে দিলে আমি গাড়িতে উঠে পড়ে,’ বলেন এই অভিনেত্রী।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2