কারওয়ানবাজার ও আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ, হেঁটেই জানাজায় যাচ্ছে মানুষ
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢল নেমেছে মানুষের। যে কারণে কারওয়ানবাজার থেকেই যানচলাচল বন্ধ হয়ে গেছে, হেঁটেই জানাজায় অংশ নিতে যাচ্ছেন মানুষ। শ্যামলী, ৬০ ফিট রোড ও তালতলাসহ আশপাশের সব পথে মানুষের স্রোত মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে ধাবিত হচ্ছে। আগারগাঁও থেকে মিরপুরমুখী ডানের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪১