• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজনৈতিক সংকটে অনেক কোম্পানি অংশ নেয়নি প্যারিসের খাদ্য মেলায় 

ইয়াছির আরাফাত খোকন, প্যারিস, ফ্রান্স

প্রকাশিত: ১৬:১৩, ২৪ অক্টোবর ২০২৪

আপডেট: ১৬:১৪, ২৪ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
রাজনৈতিক সংকটে অনেক কোম্পানি অংশ নেয়নি প্যারিসের খাদ্য মেলায় 

ফ্রান্সের প্যারিসে শেষ হলো পৃথিবীর সর্ববৃহৎ খাদ্য মেলা সিয়াল SIAL ফেয়ার। ইউরোপের দেশগুলোতে বাংলাদেশী পণ্যের বাজার বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের শীর্ষ স্থানীয় খাদ্যপণ্য উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠান অংশ নিলেও উপস্থিতি ছিল না চোখে পড়ার মত।

পৃথিবীর সবচেয়ে বৃহৎ খাদ্য মেলার মধ্যে অন্যতম আসর প্যারিসে অনুষ্ঠিত সিয়াল (SIAL) ফেয়ার। এবারের মেলায় বিশ্বের ১৬৩ দেশ থেকে সাত হাজার এর বেশি কোম্পানি অংশ নিয়েছে। ব্যক্তি উদ্যোগে বাংলাদেশের ওয়াক ফুড, সিটি গ্রুপ, প্রাণ, বসুন্ধরা, কাজী ফার্মস, এসিআই, আকিজ ফুড–সহ ছয়টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়।

আন্তর্জাতিক মেলায় বাংলাদেশি স্টল বৃদ্ধি না হলে বিশ্ব মার্কেটে বাংলাদেশি প্রোডাক্ট ব্র্যান্ডিংয়ে বাধার সম্মুখীন হবে।’ ইপিবিসহ ব্যক্তি উদ্যোগে কোম্পানিগুলোকে বিশ্ব মেলায় অংশ নেওয়া গুরুত্বপূর্ণ মনে করে স্থানীয় বাংলাদেশী উদ্যোক্তারা। 

মেলায় সম্ভাব্য তিন লক্ষাধিক দর্শনার্থী বিভিন্ন স্টল ভিজিট করে । মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের বেশ কিছু শিল্প গ্রুপ অংশ নিয়েছে । পণ্যের গুণগত মান নিশ্চিত করা ও সুচারু মার্কেটিংয়ের মাধ্যমে ইউরোপের বাজারে প্রবেশ করা ও বেকারি পণ্যের জনপ্রিয়তা অর্জন করা তাদের অন্যতম লক্ষ্য বলে জানান অংশ নেওয়া বিভিন্ন কোম্পানির দায়িত্বশীলগণ।

বাংলাদেশ মিশনের কমার্শিয়াল কাউন্সিলর মিজানুর রহমান জানান, বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট ও ব্যবসায়িক অস্থিরতার কারণে অনেকগুলো কোম্পানি মেলায় অংশ নেয়নি । বাংলাদেশের সাথে ফ্রান্স এক্সপোর্ট হয় বছরে প্রায় ২০ মিলিয়ন ডলার। বাংলাদেশের সমপরিমাণ এক্সপোর্ট না করেও ইন্ডিয়ার ১০০ টি পাকিস্তানের ৪৫, শ্রীলংকার ২০ টি স্টল ছিলো বিভিন্ন কোম্পানির খাদ্যপণ্য মেলায় ।

ফ্রান্সের প্যারিসে এবারের সিয়াল প্রদর্শনীতে অংশ নেয়া ব্যবসায়ীরা জানান ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয় বাজারে ইউরোপিয়ানদের কাছে পৌঁছানোর জন্য সদুর প্রসারী পরিকল্পনা অনুসারে কাজ শুরু করছে ওয়াক গ্রুপ।’ফ্রান্স সহ ইউরোপের অন্যদেশ গুলোতে বাংলাদেশি পণ্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে এসকল ব্যবসায়ীরা।এজন্য প্রয়োজন সরকারের আন্তরিকতা ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা।

 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2