• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মালয়েশিয়ায় উই’র উদ্যোগে নারীদের ঈদ পুনর্মিলনী

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৩, ১৫ জুন ২০২৫

ফন্ট সাইজ
মালয়েশিয়ায় উই’র উদ্যোগে নারীদের ঈদ পুনর্মিলনী

মালয়েশিয়ায় নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই ) মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হলো জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের অদূরে চেরাসের গ্রিন রেসিডেন্সি কন্ডোমিনিয়ামের ইভেন্ট রুমে অর্ধশতাধিক সফল প্রবাসী নারী উদ্যোক্তারা কুয়ালালামপুরের বিভিন্ন স্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে যোগ দেন। 

অনুষ্ঠানের শুরুতে উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)-এর মালয়েশিয়ার প্রধান রাকিবা রিয়াজ টিনা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, প্রবাসেও বসে নেই নারীরা। সংসার সামলিয়ে কর্মব্যস্ত জীবনে তারা কাজ করে যাচ্ছেন। আজ উই এর মাধ্যমে প্রবাসে নারীরা স্বাবলম্বী হচ্ছে। এই জন্য উই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশাকে ধন্যবাদ জানান তিনি। 

উই সংগঠনটি মূলত নারীদের কল্যাণে কাজ করে থাকে। এই সংগঠনের ছায়ায় প্রবাসী নারীরা একে অপরের পাশে দাঁড়াবে, হয়ে উঠবে আত্মপ্রত্যয়ী ও আত্মনির্ভরশীল। তাই উই-এর হাত ধরে প্রতিটা নারী যেন এগিয়ে যেতে পারেন, সেই প্রত্যাশা করেন তারা। 

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পরিবেশিত হয় দেশীয় নানা মুখরোচক খাবার ও মিষ্টান্ন। প্রাণখোলা আড্ডায় নতুন-পুরনো প্রবাসীদের মধ্যে বন্ধনের এক উষ্ণ পরিবেশের সৃষ্টি হয়।

এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সংগঠনের নারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি জোরদার করা এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসেও জীবন্ত রাখা। অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুলতানা মাহবুব, আফসারি জাহান, ফাওজিয়া সুলতানা, মুনিরা আক্তার, রেজওয়ানা আহমেদ, সানজি ইসলাম, শিমা আরশাদ, কোহিনুর মুন, ফাতেহা নাজনিন, রিপা, মিসেস আরশ প্রমুখ।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2