প্যারিসে ইরাসমুস মুন্ডুস সম্মেলনে নেতৃত্বে ড. আশিকুর রহমান

ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে ইউরোপের বৃহত্তম আন্তর্জাতিক শিক্ষার্থী সংগঠন ইরাসমুস মুন্ডুস অ্যাসোসিয়েশন (ইএমএ)-এর ১৯তম সাধারণ সভা ও দ্বিতীয় বার্ষিক সম্মেলন। তিনদিনব্যাপী এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি অংশ নিচ্ছেন ইউরোপে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।
ইরাসমুস মুন্ডুস ইউরোপীয় কমিশনের একটি স্বনামধন্য উচ্চশিক্ষা বৃত্তি কর্মসূচি, যা বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের ইউরোপের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের সুযোগ করে দেয়। এই কর্মসূচির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইএমএ’র নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের শিক্ষাবিদ ড. আশিকুর রহমান। বর্তমানে তিনি সংগঠনটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
ড. আশিক বলেন, ‘গত দুই দশকে ১৪ হাজারের বেশি শিক্ষার্থী ইরাসমুস বৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষা নিয়েছে। এটি শুধু পড়াশোনার সুযোগ নয়, পেশাগত উন্নয়নের দ্বারও খুলে দেয়।’ তিনি আরও জানান, ‘বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে এবং ইউজিসির সাথে যৌথভাবে কাজ করে এই সুযোগকে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।’
সম্মেলনে অংশ নেওয়া ফ্রান্সে অধ্যয়নরত শিক্ষার্থী রেশমা হক বলেন, ‘নারী শিক্ষার্থীদের জন্য এটি এক দুর্লভ সুযোগ। ইরাসমুস যেন অর্থনৈতিক সীমাবদ্ধতার দেয়াল পেরিয়ে স্বপ্ন ছোঁয়ার সোপান।’
অন্যদিকে, বেলজিয়ামে মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে ব্রাসেলসে একটি থিংক ট্যাংকে কর্মরত ফাহমিদা হক মজুমদার বলেন, ‘ইরাসমুস শুধু একাডেমিক নয়, একজন দক্ষ পেশাজীবী হিসেবে নিজেকে গড়ার অনন্য প্ল্যাটফর্ম।’
ইএমএ’র নিউজলেটার সম্পাদক ও কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক মাহমুদুল হক মৃদুল বলেন, ‘ইরাসমুস বৈশ্বিক জ্ঞান বিনিময়ের এক মুক্ত ক্ষেত্র। এখানে কোনোরূপ জাতিগত বা সামাজিক বৈষম্যের স্থান নেই।’
উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন প্যারিসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি কাজী এহসানুল হক, নেপালের রাষ্ট্রদূতসহ ইউরোপের বিভিন্ন দেশের কূটনীতিকরা। সম্মেলনটি শেষ হবে ১৭ মে শনিবার।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: