২৬ মার্চকে বাংলাদেশি ডে হিসেবে স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যে গড়ে উঠেছে বাংলাদেশি জনবসতি। পেন্সিলভেনিয়া হাউজ অফ রিপ্রেজেন্টটিভ ২৬ মার্চকে বাংলাদেশি ডে হিসেবে স্বীকৃতি দিয়েছে। শনিবার (২৮) বাংলাদেশি আমেরিকান সংস্কৃতিক উৎসবে স্টেট রিপ্রেজেন্টেটিভ স্টিভ মালাগাড়ী এই স্বীকৃতির সার্টিফিকেট তুলে দেন হেটফিল্ড চাওশীপের কমিশনার শহিদুল পার্থর হাতে।
বাংলাদেশ থেকে ৮ হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্য। সেখানকার হাউজ অফ রিপেজেন্টেটিভ বাংলাদেশি অভিবাসীদের কল্যাণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিয়ে ২৬ মার্চ বাংলাদেশ ডে ঘোষণা করেছে।
বাংলাদেশি কমিউনিটি অফ পেন্সিলভেনিয়া প্রতিবছর জুন মাসের শেষ শনিবারে বাংলাদেশি আমেরিকান সংস্কৃতিক উৎসবের আয়োজন করে। এ অঙ্গরাজ্যের বিভিন্ন শহর থেকে বাংলাদেশিরা একত্রিত হন এই উৎসবে।
পেন্সিলভেনিয়ায় বাংলাদেশিদের বসবাস সময়ের সাথে সাথে বাড়ছে। অন্যান্য জাতি গোষ্ঠীর মানুষের সঙ্গে তৈরি হচ্ছে সুসম্পর্ক। বাংলাদেশিদের অতিথি পরায়ণতা এবং উৎসব প্রিয়তায় মুগ্ধ অন্যান্য দেশের নাগরিকরা।
এসব অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য। উৎসবে বাংলাদেশিদের আঁকা ছবি প্রদর্শিত হয়েছে। খাবার পোশাক এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির স্টল দিয়ে সাজানো হয়েছে চত্বর। ছিল রাফেল ড্রসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: